রবিবার ● ২৬ মে ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » দেশের বাজারে আসুসের ৭ইঞ্চি ট্যাব মেমোপ্যাড
দেশের বাজারে আসুসের ৭ইঞ্চি ট্যাব মেমোপ্যাড
গুগলের ‘নেক্সাস ৭’ এর মত স্বল্পমূল্যের একটি ট্যাব ‘মেমোপ্যাড মি১৭২ভি’ নেক্সাস ৭ নির্মাতা আসুস তৈরি করেছে বেশ কিছুদিন আগে। অবশেষে দেশের বাজারে আসল স্বল্পমূল্যের কিন্তু তুলনামূলক ভাল স্পেসিফিকেশনের এই ট্যাবটি। দেশের বাজারে ট্যাবটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
আসুস এর এই ট্যাবটিতে আছে ৬০০ বাই ১০২৪ রেজ্যুলেশনের ৭ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে যার ডেনসিটি ১৬৯ পিপিআই। নেক্সাস ৭ বা কিন্ডল ফায়ার এইচডি এর তুলনায় এর রেজ্যুলেশন এবং ডেনসিটি বেশ কিছুটা কম। এতে আরো আছে ১ গিগাহার্টজ প্রসেসর এবং ১ গিগাবাইট র্যাম। ট্যাবটির সবচেয়ে শক্তিশালী দিক হল এর র্যাম। এছাড়া ইন্টারনাল স্টোরেজ আছে ৮ গিগাবাইট সাথে মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত। ডিভাইসটিতে উন্নত গ্রাফিক্স পারফর্মেন্সের এর জন্য ব্যাবহার করা হয়েছে মালি ৪০০ জিপিইউ।
অ্যান্ড্রয়েড ৪.১ (জেলিবিন) চালিত ডিভাইসটিতে ভিডিও কল করার জন্য ১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা দিয়ে অবিশ্বাস্য ৭২০পি মানের ভিডিও ধারন করা যাবে ৩০ ফ্র্রেম পার সেকেন্ডে। এছাড়া এতে ব্যাবহার করা হয়েছে সনিক মাস্টার অডিও টেকনোলোজি যার ফলে এর সাউন্ড কোয়ালিটি বেশ ভাল মানের হবে বলে আশা করা হচ্ছে। আর ব্যাকআপ এর জন্য ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৪,২৭০ এমএএইচ ব্যাটারি যা দিয়ে ৭ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়া ডিভাইসটিতে আরো আছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং এফএম রেডিও। প্রয়োজনীয় প্রায় সবকিছু থাকলেও থ্রিজি সুবিধা থাকছে না ডিভাইসটিতে।
ডিভাইসটির সবচেয়ে আকর্ষনীয় দিক হল এর মূল্য। আন্তর্জাতিক বাজারে ডিভাইসটির মূল্য ১৪৯ ডলার। আর বাংলাদেশের বাজারে ডিভাইসটির মূল্য নির্ধারন করা হয়েছে ১৫,০০০ টাকা। যোগাযোগ: ০১৯১৫৪৭৬৩৫৫।