রবিবার ● ২৬ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সিমের উপর ট্যাক্স ও থ্রিজি লাইসেন্স ফি অর্ধেক হলো
সিমের উপর ট্যাক্স ও থ্রিজি লাইসেন্স ফি অর্ধেক হলো
মোবাইল অপারেটরদের অব্যাহত দাবীর মুখে মোবাইল ফোনের সিমের উপর বিদ্যমান ট্যাক্স এবং তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কের (থ্রিজি) লাইসেন্সের মূল্য সংযোজন কর (ভ্যাট) অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে (এসআরও) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হয়েছে, মোবাইলের সিম কার্ডের উপর আরোপিত ট্যাক্স ৬০০ টাকা থেকে নামিয়ে আনা হয়েছে ৩০০ টাকায়। অন্যদিকে থ্রিজি লাইসেন্সের মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে সাড়ে ৭ শতাংশ। গত বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
গত কয়েক মাস ধরেই মোবাইল অপারেটররা সিম কার্ডের উপর থেকে কর কমানোর প্রস্তাব করে আসছিল সরকারের কাছে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের পক্ষ থেকে সিম কার্ডের উপর থেকে ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাবনাও রাখা হয় রাজস্ব বোর্ডের কাছে। সিম কার্ডের উপর ট্যাক্স সিম কার্ড বিক্রিতে প্রতিবন্ধক বলেই মন্তব্য মোবাইল অপারেটরদের। সিম কার্ডের উপর কর কমানো হলে বা প্রত্যাহার হলে তা দেশে সিম বিক্রিকে আরও বেশি উৎসাহিত করবে বলেই মন্তব্য অ্যামটব প্রতিনিধিদের। আর এই কর প্রত্যাহার করা হলে আগামী তিন বছরে এই খাত থেকে সরকার ১ হাজার কোটি টাকারও বেশি আয় করতে পারবে বলেই জানায় অ্যামটব। সিম কার্ডের ট্যাক্সের পাশাপাশি থ্রিজি লাইসেন্সের ভ্যাটও কমানোর দাবী তোলে মোবাইল অপারেটররা। এসব দাবীর প্রেক্ষিতেই জাতীয় রাজস্ব বোর্ড সিম কার্ডের উপর ট্যাক্স এবং থ্রিজি লাইসেন্সের ভ্যাট অর্ধেকে নামিয়ে নিয়ে আসে। এর আগে সর্বশেষ ২০১১ সালে সিম কার্ডের উপর ট্যাক্স ৮০০ টাকা থেকে কমিয়ে ৬০০ টাকায় নিয়ে আসে।