বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » অত্যাধুনিক ভ্যাকুয়াম কারেন্সি কাউন্টার
অত্যাধুনিক ভ্যাকুয়াম কারেন্সি কাউন্টার
দেশীয় এবং আর্ন্তজাতিক ব্যবসা বানিজ্যে স্বয়ংক্রিয়তা বা বিজনেস অটোমেশনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যান্ত্রিক এই সেবাগুলো ব্যবসা উৎপাদন সময় সাশ্রয়ে এবং উৎপাদন বাড়িয়ে মুনাফা বৃদ্ধিতে সাহায্য করে। অন্যান্য খাতের মত ব্যাংকিং খাতেও যন্ত্রের ব্যবহার এনেছে আমূল পরিবর্তন। টাকা গুনা, হিসাব সংরক্ষন থেকে শুরু করে হিসাব খোলা, ব্যালেন্স চেক টাকা ট্রান্সফার এবং অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তি এনেছে আমূল পরিবর্তন।
এই সকল পন্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে তাইওয়ানের কিংটন একটি সুপরিচিত নাম, ব্যাংকিং ব্যবসায় ব্যাংক নোট কাউন্টার সেবায় অন্যতম পরিচিত একটি নাম কিংটন। এই ব্র্যান্ডের পন্য ব্যবহারকারীকে উন্নত প্রযুক্তি সেবা পন্যের সুযোগ দানের সাথে সাথে চেষ্টা করা ক্রেতা সন্তুষ্টি অর্জনের যা অন্যদের তুলনায় আলাদা। বিশ্ববাজারে জনপ্রিয় এই মানি কাউন্টার মেশিন বাংলাদেশের ব্যাংকিং খাতেও সমান জনপ্রিয়। দেশের বৃহৎ ব্যাংকিং খাতে ক্রেতা সন্তুষ্টির মাত্রাকে আরো একধাপ বাড়াতে দেশে জনপ্রিয় প্রযুক্তি পন্য বিপনন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউনিক বিজনেস সিস্টেম লিঃ দীর্ঘ দিন ধরে বাজারজাত করে আসছে কিংটন ব্র্যান্ডের অটোমেটেড বিজনেস সিস্টেম পন্য সামগ্রী।
সম্প্রতি ইউনিক বিজনেস সিস্টেম লিঃ বাজারজাত করেছে কিংটনের নোট রাখার প্লাস্টিক সেলফ যুক্ত অত্যাধুনিক ভ্যাকুয়াম কারেন্সি কাউন্টার জেবিঃ ১০০০।
এ পণ্যটির বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে: ফিড সিস্টেম- ভ্যাকিউয়াম টাইপ, কাউন্টিং স্পিড- ৩ সে:/১০০ নোট, ৩.৫ সে:/১০০ নোট, ৪ সে:/১০০ নোট (পরিবর্তনশীল), ব্যাচড কাউন্ট- ৫০,১০০ এবং ব্যবহারকারীর চাহিদা মত (১-৯৯৯), ডিসপ্লে- সুপার ব্রাইট এন্ড লার্জ এলইডি, কাউন্ট ৪ ডিজিট, ব্যাচ: ৩ ডিজিট, অ্যাপ্লিকেবল নোট- প্রস্থ: ৪৫-১০০; দৈর্ঘ্য: ১৩০-২৪০, উচ্চতা: ০.০৭-০.১২ মিমি, হোল্ডার ক্যাপাসিটি- সর্বোচ্চ ২০০ পাতা, কাউন্টিং মোড- চেক, ব্যাচ, এসিসি, ফ্রি, ম্যানুয়াল, ইন্টারফেস- আরএস-২৩২ পোর্ট, ওজন- প্রায় ৪০ কেজি, ডাইমেনশন- ৩৪০ (ডব্লিউ) বাই ৩১০ (ডি) বাই ৭৮০ (এইচ) মিমি, পাওয়ার কনসাম্পসান- সর্বোচ্চ ৪৫০ ওয়াট, পাওয়ার সাপ্লাই- এসি ১১০ ভোল্ট ৬০ হার্জ অথবা ২২০-২৪০ ভোল্ট, ৫০ হার্জ, অপসনাল ডিভাইস- ওকে স্টাম মডিউল, রিমোট ডিসপ্লে, ইউভি ডিটেকসন। যোগাযোগ: ইউনিক বিজনেস সিস্টেম লিঃ, ফোনঃ ৮৮২৮৩৭৭।