বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » থ্রিজি সমর্থিত নতুন পোর্টেবল রাউটার
থ্রিজি সমর্থিত নতুন পোর্টেবল রাউটার
ভার্জিন ব্র্যান্ডের এমএফ৬২ মডেলের নতুন পোর্টেবল রাউটার বাজারে এনেছে সাইম টেলিকম। রাউটারটির মাধ্যমে থ্রিজিসহ সব ধরনের মোবাইল সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে। রাউটারটি ডব্লিউসিডিএমএ ৯০০, ২১০০ মেগাহার্টজ এবং জিএসএম ৮৫০,৯০০,১৮০০ ও ১৯০০ মেগাহার্টজ নেটওয়ার্ক ও ফ্র্যিকোয়েন্সি ব্যান্ড সমর্থন করে। এর ডাটা সার্ভিস এইচএসডিপিএ ডাউনলিংক আপটু ২১.৬ এমবিপিএস এবং আপলিংক ৫.৭৬ এমবিপিএস। প্রায় ২৫ মিটার পর্যন্ত এ রাউটারের মাধ্যমে সংযোগ পাওয়া যাবে এবং একই সঙ্গে ৮জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মাত্র ৮৬ গ্রাম ওজনের রাউটারটি ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সমর্থণ করে। মাইক্রোসফট উইন্ডোজ ৭, ভিস্তা, এক্সপি, ম্যাকসহ অন্যান্য অপারেটিং সমর্থিত রাউটারটির দাম ৬ হাজার ২০০ টাকা। বিস্তারিত: ০১৭১৩২৭০০২৫।