বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীণফোন নিয়ে এলো ভেসেল ট্র্যাকিং সিস্টেম
গ্রামীণফোন নিয়ে এলো ভেসেল ট্র্যাকিং সিস্টেম
গ্রামীণফোন গত ২২ মে তাদের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর জন্য ভেসেল ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন করেছে। এই ব্যবস্থার মাধ্যমে বিআইডব্লিউটিসি তাদের ফেরি, স্টিমার এবং টাগ-এর মত জলযানগুলোর অবস্থান জানতে পারবে। গ্রামীনফোন ও বিআইডব্লিউটিসির উদ্যোগে গৃহীত এটি একটি বিশেষ ব্যবস্থা যা গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিবে। একই সাথে এটি নৌপরিবহন ক্ষেত্রে বিআইডব্লিউটিসির কার্যদক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে এ সময় বলেন, বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতিতে নদী সবসময়ই প্রভাব বিস্তার করে আসছে। এই উদ্যোগের ফলে গ্রামীনফোন দেশে একটি শক্তিশালী নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে যা সমাজে সুপ্রভাব বয়ে আনতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই ট্র্যাকিং ব্যবস্থা কেবল বিআইডব্লিউটিসির কার্যদক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করবে না, প্রাকৃতিক দুর্যোগের মত সংকটময় মুহূর্তগুলোও মোকাবেলা করতে সাহায্য করবে।
বিআইডব্লিউটিসি মূলত একটি জনসেবামূলক সরকারী ব্যবসায় প্রতিষ্ঠান যা দেশের ভেতরে এবং উপকূলীয় অঞ্চলে নৌপথে যাত্রী আনা নেওয়ায় ও মালামাল বহনে বিশেষ ভূমিকা রাখে। আশা করা যায়, ভেসেল ট্র্যাকিং সিস্টেম নৌযানগুলো তত্ত্বাবধায়নে নতুন এক ধারণা নিয়ে আসবে, সেই সাথে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
অন্যান্যের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবর রহমান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।