সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » হবিগঞ্জে অনুষ্ঠিত হলো আইসিটি সচতেনতা কর্মসূচি
হবিগঞ্জে অনুষ্ঠিত হলো আইসিটি সচতেনতা কর্মসূচি
বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে ১৮ মে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ এবং কর্মসূচির সমন্বয়কারী মো: জাবেদুর রহমান শাহীন, সমিতির মহাসচিব মো: শাহিদ-উল-মুনীর, সমিতির পরিচালক মো: ফয়েজউল্যাহ খান, পরিচালক এ.টি.শফিক উদ্দিন আহমেদ এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী অফিসার মীর শরিফুল বাশার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো: আবু জাহির বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ‘ডিজিটাল বাংলাদেশ’ শব্দটিকে জাতীয় কর্মসূচিতে পরিণত করে দেশবাসীর সাথে পরিচয় করিয়ে দেন। দেশের শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির অন্তর্ভূক্তিকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্ম ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবে। ইতোমধ্যে সরকার দেশের সকল উপজেলা ও জেলা পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদানের মাধ্যমে পুরো দেশকে একই সূত্রে গাঁথার চেষ্টা করছেন। শুধু তাই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের সকল পোষ্ট অফিসকে ই-সার্ভিসের আওতায় আনার। আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারকে গ্রহণ করে নিজেদের জীবনে কাজে লাগাতে হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের এ আয়োজনকে তিনি স্বাগত জানান। এই আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির নান্দনিক ব্যবহারে উদ্বুদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সারাদিনের কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশন, ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ডিজিটাল শিক্ষাক্রম ও ডিজিটাল পাঠ্যপুস্তকের ধরন নিয়ে প্রাণবন্ত আলোচনা করে উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন সমিতির পরিচালক এবং বিজয় বাংলা কী বোর্ডের আবিষ্কারক মোস্তাফা জব্বার। জিডিটাল শিক্ষা এবং শিশুদের জন্য ডিজিটাল শিক্ষার কনটেন্ট নিয়ে আলোচনা করেন বিজয় জিডিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই। ফ্রিল্যান্স আউটসোর্সিং নিয়ে প্রানবন্ত আলোচনা করেন ডেইলী স্টার কর্তৃক শ্রেষ্ট উদ্যোক্তা পুরষ্কার প্রাপ্ত আতিফ আহমেদ অক্ষর। শুধু আলোচনাই নয় ছিলো প্রশ্নোত্তর পর্ব এবং কুইজও। প্রশ্ন দাতা এবং সঠিক উত্তর দাতাদের জন্য ছিলো আর্কষণীয় পুরষ্কার। অনুষ্ঠানে হবিগঞ্জের ২০টি স্কুল কলেজ থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিসিএস এবং বিজয় ডিজিটালের পক্ষ থেকে কম্পিউটার শিক্ষা সম্পর্কিত সফ্টওয়্যার ও ভিডিও টিউটোরিয়াল উপহার হিসেবে প্রদান করা হয়।