সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেনসোর্স নেটওয়ার্কের ফ্রিল্যান্সিং সেমিনার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেনসোর্স নেটওয়ার্কের ফ্রিল্যান্সিং সেমিনার
গত ১৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেনসোর্স নেটওয়ার্ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিএসই কার্নিভাল-২০১৩ এর উদ্যোগে ‘টেকিং ফ্রিল্যান্সিং টু নেক্সট হাইট’ শিরোনামে ফ্রিল্যান্সিং বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে মোবাইল এ্যাপস ডেভেলপমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন বেসিস বর্ষসেরা ফ্রীল্যান্সার ২০১২ ও আর এস সফটওয়ারের প্রধান নির্বাহী খোরশেদ আলম। বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের বর্তমান ও ভবিষ্যত নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইল্যান্স এর কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। কোর আইটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ওডেস্ক এর কান্ট্রি ম্যানেজার মাহমুদ হাসান সানি। এছাড়া বিজনেস প্লানিং বিষয়ে আলোচনা করেন ফ্রীল্যান্সার মোবারক হোসেন।
সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান উজ্জল কুমার আচার্য্য। আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেনসোর্স নেটওয়ার্কের মডারেটর আবু লায়েক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেনসোর্স নেটওয়ার্কের সভাপতি হাসান মাহমুদ।