সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ১ লাখ টাকার বিনিময়ে দুই ব্যবসায়ীকে আদালতে পাঠাল পুলিশ
১ লাখ টাকার বিনিময়ে দুই ব্যবসায়ীকে আদালতে পাঠাল পুলিশ
আটকের ৪০ ঘণ্টা পর ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে মিরপুরের দুই কাপড় ব্যবসায়ী মোঃ শাহিন (৩৬) ও নুরুল ইসলাম তারাকে (৩৮) আদালতে পাঠিয়েছে পুলিশ।শনিবার সন্ধ্যায় মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফরের নেতৃত্বে সাদা পোশাকের একটি দল মিরপুর ১০ নম্বর এলাকায় শাহিনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকেসহ তার বন্ধু নুরুল ইসলামকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়।
এরপর থানায় নিয়ে গিয়ে শাহিন ও নুরুল ইসলামকে থানার দোতালার কনফারেন্স রুমে বেধড়ক মারধর করে ওই এসআই। মারধরের কারণে আহত হয়ে পড়েন দু’জনই। ওই রাতেই ছেড়ে দেওয়ার শর্তে আটকদের পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা ঘুষ চাওয়া হয়।
আটককৃত কাপড় ব্যবসায়ী শাহীনের স্ত্রী অ্যাডভোকেট সাহিদা বলেন, “শাহিনের নামে মামলা তো দূরের কথা- মিরপুর, পল্লবী, কাফরুল থানার কোনোটিতে একটি জিডি পর্যন্ত নেই। কেবলমাত্র টাকা আদায়ের জন্য তাকে আটক করে ও ছেড়ে দেওয়ার শর্তে ১০ লাখ টাকা দাবি করা হয়েছে।”
শনিবার রাত থেকে কয়েকদফা দেন-দরবারের পর রোববার মধ্যরাতে ১ লাখ টাকার বিনিময়ে দুই ব্যবসায়ীকে পুরনো একটি গাড়ি ভাঙচুর ও আগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠায় বলেও জানান তিনি।
এ ব্যাপারে এসআই আবু জাফরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন তিনি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কল্যাণপুরে বাবুল নামে এক লুব্রিকেট ব্যবসায়ীকে থানার দোতলায় তিন দিন আটকে রেখে ঘুষ নেওয়ার পরেও গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা দিয়ে আদালতে পাঠিয়েছিলো মিরপুর থানার অপারেশন অফিসার আফজাল হোসেন ও সিভিল টিমের এসআই মাসুদ।