বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ঘূর্ণিঝড় মহাসেন মালদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে
ঘূর্ণিঝড় মহাসেন মালদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে টানা বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে মালদ্বীপের রাজধানী মালে সহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (এনডিএমসি) থেকে এ তথ্য জানানো হয়।
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মোহামেদ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ফসলি জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বিকেলের বৃষ্টিপাত ও বন্যায় দেশটির শাভিয়ানি অ্যাটল মংগুধু এলাকায় ১০৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে মিমু অ্যাটল, ধালু অ্যাটল ও ভাভু অ্যাটল এলাকা। পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় অনেক এলাকা তলিয়ে গেছে বন্যার পানিতে।
এ পরিস্থিতিতে সাবধানতার সঙ্গে সমুদ্রে বিচরণ করার পরামর্শ দিয়েছে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স।
মালদ্বীপের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।