বুধবার ● ১৫ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » রোববারের হরতাল প্রত্যাহার
রোববারের হরতাল প্রত্যাহার
হরতাল ঘোষণার সাড়ে ৭ ঘণ্টার মাথায় তা আবার প্রত্যাহার করে নিল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ঘুর্ণিঝড় ‘মহাসেন’ এর কারণে ১৮ দলের ডাকা রোববারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। সে সঙ্গে উপকূলীয় এলাকায় মানুষের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানান। এর আগে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছিলেন তিনি।
শামসুজ্জামান বলেন, উপকূলীয় এলাকার মানুষ এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে ১৮ দল জানতে পেরেছে ঘূর্ণিঝড় মহাসেন ভয়াবহ আকার ধারণ করছে। এ কারণে জোট নেত্রী খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া দলের নেতা-কর্মীদের দুর্গত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া