বুধবার ● ১৫ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কালিয়াকৈর হাই-টেক পার্কে ডাকাতির চেষ্টা
কালিয়াকৈর হাই-টেক পার্কে ডাকাতির চেষ্টা
সরকার দেশে হাই-টেক পার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন-২০১০ প্রনয়ণ করে। কর্তপক্ষের তত্ত্বাবধানে গাজীপুর জেলার কালিয়াকৈরে তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রের ২৩২ একর জমিতে একটি অত্যাধুনিক হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন গাজীপুর জেলায় কালিয়াকৈর থানায় অবস্থিত কালিয়াকৈর হাই-টেক পার্কে সম্প্রতি রাতে ১৩ জনের একটি ডাকাত দল কার্ভাড ভ্যানসহ প্রবেশ করে। অনুপ্রবেশকারীদের মধ্যে একজন নিজেকে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং প্রশাসনিক ভবনের সার্ভার রুমের স্যোলার প্যানেলের ব্যাটারি খুলে নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে বলে সেখানে নিরাপত্তায় নিয়োজিত আনসারদের জানান। বিষয়টি তাদের কাছে সন্দেহ হওয়ায় তারা অনুপ্রবেশকারী দুর্বৃত্তদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। ইতোমধ্যে গাজীপুর থানায় এ বিষয়ে দ্রুত বিচার আইন- ২০১০ এর ৪/৫ নং ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।