বুধবার ● ১৫ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিজ্ঞান কংগ্রেসের পৃষ্ঠপোষক হলো এফএসআই ব্যাংক
বিজ্ঞান কংগ্রেসের পৃষ্ঠপোষক হলো এফএসআই ব্যাংক
সার্চ ইঞ্জিন গুগল আয়োজিত সায়েন্স ফেয়ারে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত এ কংগ্রেসের মূল পৃষ্ঠপোষক হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষ্যে গত ১৩ মে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাবিব হাসনাত ও বাবিজসের সহ-সভাপতি ও শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের আহবায়ক মুনির হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, বিপণন ও উন্নয়ন বিভাগের প্রধান আজম খান, বিএফএফের নিবার্হী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।