বুধবার ● ১৫ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অভিজ্ঞ ম্যাপারদের নিয়ে ঢাকায় ম্যাপ-আপ!
অভিজ্ঞ ম্যাপারদের নিয়ে ঢাকায় ম্যাপ-আপ!
ঢাকার বনানীতে হয়ে গেল গুগল ম্যাপ মেকার-ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অভিজ্ঞ ম্যাপারদের নিয়ে প্রথম ম্যাপ-আপ অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ঢাকা শহরের বিভিন্ন এলাকার নতুন নতুন স্থাপনাগুলো গুগল ম্যাপ এ যোগ করা যাতে, স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে সেই সব স্থান সবাই দেখতে পারে।
এই ম্যাপ-আপ অনুষ্ঠানটি হোস্ট করেন গুগল ম্যাপ মেকার বাংলাদেশের রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার অভিজিত রায় কাব্য। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানটি শুধুমাত্র ঢাকার অভিজ্ঞ ম্যাপারদের মাঝেই সীমাবদ্ধ ছিল এবং লক্ষ্য ছিল ৫০০ নতুন স্থান ম্যাপ এ যুক্ত করা। কিন্তু মাত্র ২ ঘন্টায় লক্ষ্য পূরণ হয়ে ৩ ঘন্টায় তা ৬৫০ ছাড়িয়ে যায়।
অনুষ্ঠানে উপস্থিত আরেকজন এক্সপার্ট রিভিউয়ার শাহেদ বলেন, ‘বাংলাদেশের আরো অনেক নতুন ম্যাপার দরকার। সবাই মিলে কাজ করলে এতদিনে আমাদের দেশের প্রত্যেকটি স্থান-ই ম্যাপ এ দেখা যেত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগল ম্যাপ মেকার বাংলাদেশের এক্সপার্ট রিভিউয়ার মশিউর রহমান মাসুদ, নাসির উদ্দিন টিপু সহ অনেক অভিজ্ঞ ম্যাপার। গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালটেন্ট কাজী মনিরুল কবির উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের কারনে তিনি উপস্থিত হতে পারেননি।
গুগল এর এই অনুষ্ঠানটি আয়োজনে সব ধরনের সহায়তা করেছে ম্যাগনিটো ডিজিটাল এবং জিবিজি ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত ম্যাপারদেরকে গুগল এর নোট প্যাড, জিবিজি এর নোট বুক এবং ম্যাগনিটোর কলম উপহার দেওয়া হয়েছে।