বুধবার ● ৮ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীন জনগণের জন্য তথ্য সম্ভার নিয়ে কমিউনিটি রেডিও
গ্রামীন জনগণের জন্য তথ্য সম্ভার নিয়ে কমিউনিটি রেডিও
বাংলাদেশের গণমাধ্যম জগতের ব্যাপক প্রসার এনে দিয়েছে কমিউনিটি রেডিও এর আবির্ভাব। ১৪টি কমিউনিটি রেডিও এর প্রত্যেকটিই ১৭ কিলোমিটারের পরিধিতে সম্প্রচার করে থাকে, যেগুলোর বেশিরভাগই ঘনবসতি পূর্ণ এলাকায় বিদ্যমান। স্থানীয় ডিএই অফিসের তথ্য অনুযায়ী বরগুনার রেডিও লোকবেতারের সম্প্রচার শুনতে পায় প্রায় ৬ লক্ষ ৫০ হাজার শ্রোতা। অপরদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী সীতাকুন্ডের রেডিও সাগরের সম্প্রচার শুনতে পায় ২ লক্ষ ৭৭ হাজার ৬০০ শ্রোতা। আর রাজশাহীর রেডিও পদ্মার তথ্য অনুযায়ী তাদের সম্প্রচার শুনতে পায় প্রায় ৪ লক্ষ ৫০ হাজার শ্রোতা।
বর্তমানে দেশ জুড়ে ১৪টি কমিউনিটি রেডিও কার্যক্রম পরিচালনা করছে, যার মাধ্যমে প্রচারিত হয় বিনোদন, কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কিত বিষয়। স্থানীয় কৃষ্টি বিচারে এনে এই রেডিওগুলো স্থানীয় উচ্চারনে অনুষ্ঠান প্রচার করে গ্রামীণ সমাজের তথ্য এবং বিনোদনমূলক চাহিদা পূরন করছে। এই কমিউনিটি রেডিও স্টেশনগুলোর উন্নয়ন আরো জোরদার করতে অনেক ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহনে বিশেষ দলভিত্তিক আলোচনার (এফজিডি) মাধ্যমে এই রেডিওগুলো শ্রোতাদের চাহিদা চিহ্নিত করছে এবং সেই অনুযায়ী অনুষ্ঠান প্রচার করছে। আরো মানসম্মত অনুষ্ঠান প্রচার এবং শ্রোতাদের মনোযোগ আকর্ষণের উদ্দেশে রেডিওর কর্মীরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের অনুষ্ঠান তৈরি এবং কারিগরি শিক্ষা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহন করছে। শ্রোতার সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের মাঝে রেডিও স্টেশনের প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
রেডিও লোক বেতারের স্টেশন ম্যানেজার তারেক মাহমুদ বলেন, ‘যেহেতু এই কমিউনিটি রেডিওগুলো বিশেষ করে গ্রামীন জনগণের উদ্দেশ্যে সম্প্রচার করে, সেহেতু গ্রামীন বাজারে তথ্য সম্প্রচারের ক্ষেত্রে এই রেডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তারা শুধু তথ্য সম্প্রচারের ক্ষেত্রেই নয় বরং পণ্য বিপনণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
ভারত, নেপাল, উগান্ড এবং জাম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিটি রেডিও সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। আর বাংলাদেশের গ্রামীণ জনপদগুলোতেও যে এই রকম রেডিও গুলো সফলতা অর্জন করছে তার বিবিধ লক্ষণ ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে।