সোমবার ● ৬ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিআইআইটি’তে অনার্স প্রোগ্রাম
ডিআইআইটি’তে অনার্স প্রোগ্রাম
দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি’তে (ডিআইআইটি) এনসিসি এডুকেশন, ইউকে ও ইউনিভার্সিটি অব গ্রীনিচ এর অধীনে বিএসসি (অনার্স) ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি (বিআইটি) প্রোগ্রামে ধানমন্ডি, কলাবাগান, উত্তরা ও চট্রগ্রাম ক্যাম্পাসে ভর্তি চলছে। ভর্তির ন্যূনতম যোগ্যতা এইচএসসি/এ লেভেল পাশ। ডিআইআইটি হতে পরিচালিত প্রোগ্রামটির বৈশিষ্ট্য হলো: আন্তর্জাতিকভাবে স্বীকৃত সম্পূর্ণ প্রোগ্রামটি পরিচালিত হয় যুক্তরাজ্য কর্তৃপক্ষ কর্তৃক, সিলেবাস প্রনয়ণ এবং পাঠ্য পুস্তক প্রেরিত হয় যুক্তরাজ্য থেকে। বৃটিশ কাউন্সিল কর্র্তৃক পরীক্ষা গ্রহণ করা হয়, প্রশ্নপত্র প্রনয়ণ, উত্তরপত্র মূল্যায়নসহ রেজাল্ট, সার্টিফিকেট ও মার্কশীট প্রেরিত হয় যুক্তরাজ্য থেকে। তাছাড়া প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। ডিআইআইটি’র সাফল্যের কারণে ইতোমধ্যে অর্জন করেছে বেস্ট পার্টনার এওয়ার্ড ও একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড। যোগাযোগ: ধানমন্ডি: ৯১১৭২০৫, ০১৭১-৩৪৯৩১৬৩, উত্তরা: ০১৭১-৩৪৯৩২৬২, কলাবাগান: ০১৭১৩৪৯৩২৬৭, চট্রগ্রাম: ০১৭১-৩৪৯৩২৫৭।