শনিবার ● ৪ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » কর ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের দাবী
কর ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের দাবী
জাতীয় বাজেট ২০১৩-১৪ ঘোষণার প্রাক্কালে কর ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের দাবী জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ বেসিস কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনাসহ এ দাবী জানানো হয়। বেসিস বোর্ড রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর।
এ সময় বলা হয়, বর্তমান সময়ে সরকারকে রাজস্ব আদায়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। চলতি বছরে প্রকৃত রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও অর্থনৈতিক সংকটের কারণে আগামী বছরও সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এতে করে সরকারের উন্নয়ন পরিকল্পনা বহুলাংশে ব্যাহত হতে পারে। এমতাবস্থায় কোনোরকম কর না বাড়িয়েও কেবলমাত্র কর ব্যবস্থাপনা প্রক্রিয়া অতিসত্ত্বর ডিজিটাইজেশনের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায়ে সক্ষম হতে পারে। এ সময় জানানো হয়, শুধুমাত্র কর ব্যবস্থাপনা ডিজিটাইজ করলে, জাতীয় রাজস্ব বোর্ড কোন বাড়তি খরচ ছাড়াই স্বল্প মেয়াদে আগামী ২-৩ বছরের মধ্যে বাড়তি ৫ হাজার কোটি টাকা এবং মধ্য মেয়াদী আগামী ৫-৭ বছরের মধ্যে ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করতে পারে। এ টাকা দিয়ে পদ্মা সেতুর খরচ মিটানোও সম্ভব বলে মত বিনিময় সভায় মন্তব্য করা হয়।
অনুষ্ঠানে বড় মাপের মূসক প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভ্যাট ব্যবস্থাপনা অটোমেশন বাধ্যতামূলক করা, আয়করের ক্ষেত্রে টিআইএন সার্টিফিকেটের আবেদন ও অনলাইন রিটার্ণ দাখিল ও জাতীয় রাজস্ব বোর্ডে কেন্দ্রীয়ভাবে তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি বাস্তবায়নসহ সুনির্দিষ্ট কিছু সুপারিশ করা হয়।
বেসিস সভাপতি আরো উল্লেখ করেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ব্যাপারে বর্তমান সরকারের প্রতিশ্রুতি থাকলেও, জাতীয় রাজস্ব বোর্ডের আমলাতান্ত্রিক জটিলতা ও কিছু অসাধু ব্যবসায়ী মহলের প্রতিবন্ধকতা সৃষ্টি ভ্যাট ব্যবস্থাপনা পদ্ধতি ডিজিটাইজেশনের ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে এটি বাস্তবায়নে অন্তরায় সৃষ্টি হচ্ছে। ডিজিটাইজেশন প্রক্রিয়া অলিম্বে কার্যকর করার ব্যাপারে বেসিস নেতৃবৃন্দ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ, প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রাউলি, হাবিুবুল্লাহ এন করিম, মাহবুব জামান প্রমুখ উপস্থিত ছিলেন।