শনিবার ● ৪ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আরও ৭টি হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত
আরও ৭টি হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত
দেশে নতুন করে আরও ৭টি আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, রংপুর এবং যশোরে প্রস্তাবিত এ হাইটেক পার্ক স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধিনে পরিচালিত প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি)। সম্ভব্যতা যাচাইয়ে খরচ ধরা হয়েছে ২ কোটি টাকা। এ লক্ষ্যে গত ৩০ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও আইআইএফসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
আইসিটি মন্ত্রাণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এবং আইআইএফসির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইসিটি সচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। চুক্তির আওতায়, আইআইএফসি ১৪ মাসের মধ্যে সম্ভ্যাবতা যাচাইয়ের কাজ শেষ করবে। তবে অতিরিক্ত সচিব কামাল উদ্দিন বলেন, আশা করছি নির্ধারিত সময়ের আগেই সমীক্ষা যাচাই শেষ হবে। এরপর শুরু হবে মূল পার্ক স্থাপনের কাজ। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে প্রস্তাবিত প্রথম হাইটেক পার্কটি দীর্ঘ সময়েও বাস্তবায়িত না হওয়ায় নতুন পার্ক স্থাপন কাগজে-কলমে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের উদাহরণ টেনে আইসিটি সচিব বলেন, তথ্যপ্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে হাইটেক পার্ক স্থাপন অনেক জরুরি। এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ধরনের পার্ক স্থাপন করা গেলে আইসিটি উদ্যোক্তাদের পাশাপাশি ফ্রিল্যান্সাররাও উপকৃত হবে। ফ্রিল্যান্সারদের সার্বক্ষণিক কাজের সুবিধা দিতে পার্কে বিশেষ ব্যবস্থা থাকবে।