মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিটি মন্ত্রণালয় ও জিপি আইটি একসাথে কাজ করবে
আইসিটি মন্ত্রণালয় ও জিপি আইটি একসাথে কাজ করবে
তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং সহজে ও সুলভে প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও জিপি আইটি একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। গত ২৮ এপ্রিল জিপি আইটি’র চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রায়হাস সামসীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি ও আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সাথে বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বাংলাদেশের আইটি সেক্টরের সম্ভাবনা ও দ্রুত প্রসারমান এ খাতের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বরোপ করেছে। প্রযুক্তিকে কাজে লগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের মাধ্যমে সরকার ঘোষিত দিন বদলের সদন বাস্তবায়িত হবে বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়। এ লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় ও জিপি আইটি যৌথভাবে একটি কর্মকৌশল প্রণয়ণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেন, জিপি আইটির চিফ কর্পোরেট এ্যাপায়ার্স অফিসার রনি রিয়াদ রশিদ ও জিপি আইটির স্টেক হোল্ডার রিলেসন্সশিপ ম্যানেজোর আহমেদ ইফতেখার উপস্থিত ছিলেন।