সোমবার ● ২৯ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিআইইউ উপাচার্যের ভারত গমন
ডিআইইউ উপাচার্যের ভারত গমন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ডঃ এম লুৎফর রহমান ২৭ এপ্রিল ভারতের দিল্লীতে তাজমহল প্যালেস হোটেলে শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক রাউন্ড টেবিল আলোচনায় যোগদানের উদ্দেশ্যে ভারত গমন করেছেন। যুক্তরাজ্যের এনজিলা রাসকিন বিশ্ববিদ্যালয় দনি এশিয়ার উচ্চ শিা বিস্তারের কার্যক্রমের অংশ হিসাবে এ আন্তর্জাতিক রাউন্ড টেবিলের আয়োজন করছে।দক্ষিন এশিয়া অঞ্চলের নির্বাচিত উপাচার্যদের অংশগ্রহণে যুক্তরাজ্যের এনজিলা রাসকিন বিশ্ববিদ্যালয় এ রাউন্ড টেবিল আলোচনার আয়োজন করে। নিজ নিজ দেশের বা স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিকীকরনের প্রভাব ও প্রতিবন্ধকতা সর্ম্পকে জ্ঞান লাভ এবং অভিজ্ঞতা বিনিময়ের পাশাপশি সেসব প্রতিবন্ধকতা মোকাবেলার সমস্যা সমাধানের কৌশল নিরুপনের লক্ষেই এ রাউন্ড টেবিল আলোচনার আয়োজন করা হয়। ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও পাকিস্তানের
শিক্ষাবিদগণ এতে অংশগ্রহণ করবেন।
এনজিলা রাসকিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাইকেল থ্রোন এ রাউন্ড টেবিল আলোচনায় চেয়ারের দায়িত্ব পালন করবেন। এর ফলে শিার্থী ও শিক বিনিময়, গবেষণা কার্যক্রমের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরী হবে।