শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিটিও ফোরাম ও বিডব্লিউআইটি’র মধ্যে চুক্তি
সিটিও ফোরাম ও বিডব্লিউআইটি’র মধ্যে চুক্তি
সিটিও ফোরাম বাংলাদেশ এবং বিডাব্লিউআইটি এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ২৩ এপ্রিল সিটিও ফোরাম বাংলাদেশের ঢাকাস্থ নিজস্ব অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সিটিও ফোরাম বাংলাদেশ এর সভাপতি তপন কান্তি সরকার এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলোজি’র (বিডাব্লিউআইটি) সভাপতি লুনা শামসুদ্দোহা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় দেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার জোরদার করার লক্ষ্যে এবং নীতি নির্ধারক হিসেবে একযোগে কাজ কাজ করবে সংগঠন দু’টি। নিজেদের মধ্যে তথ্যপ্রযুক্তির উন্নয়নে এবং নিরাপত্তা বিধানে বিভিন্ন পরিকল্পনা, সফলতা এবং অভিজ্ঞতা আন্তঃবিনিময়ের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার, গোলটেবিল বৈঠক, তথ্যপ্রযুক্তি কর্মশালার যৌথ আয়োজনের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় সিটিও ফোরাম বাংলাদেশের সাধারন সম্পাদক সৈয়দ মাছুদুল বারী, সহ-সাধারন সম্পাদক দেবদুলাল রায়, কোষাধ্যক্ষ ডঃ ইজাজুল হকসহ কার্যনির্বাহী সদস্য হাসান তানভীর, মোঃ শামদাদ তানভীর এবং মোঃ শাহীদ হোসেন, ফোরামের ফেলো সদস্য মোঃ মহিউদ্দিন দেওয়ান, মোঃ আলী এবং কাজী আলমগীর উপস্থিত ছিলেন। বিডাব্লিউআইটি’র পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট) ও বাংলাদেশে ডেল এর কান্ট্রি ম্যানেজার সোনিয়া বসির কবির, ভাইস প্রেসিডেন্ট (এন্টারপ্রেনার্স) ফারহানা এ রহমান, পরিচালক ও টেকওয়ার্ল্ড বাংলাদেশের সম্পাদক নাজনীন নাহার, পরিচালক ও গ্লোবাল ওয়েব আউটসোর্সিং এর চীফ অপারেটিং অফিসার তাওহীদা হায়দার রীমা।