শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আজ বিশ্ব ভাইরাস দিবস। তবে সাবধান!
আজ বিশ্ব ভাইরাস দিবস। তবে সাবধান!
আজ বিশ্ব ভাইরাস দিবস। বিশ্বব্যাপী পালিত হচ্ছে এ দিবসটি। মূলত প্রযুক্তি বাবহারকারিদের সচেতনতার লক্ষে এ দিবসটি পালিত হয়। কিন্তু সাবধান! আপনার একটু অসাবধানতায় হয়ত এ দিবসে-ই নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রিয় কম্পিউটারটি। তবে একটু সতর্ক হলেই এ বিপদ এড়াতে পারবেন। ভুলেও ইনভাইটেশন নামের কোনো ই-মেইল বার্তা ওপেন করবেন না। তা যেই পাঠাক না কেন। কারণ এটা ভাইরাস হয়ে আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ধ্বংস করে দেবে। সিএনএন একে সবচে’ মারাত্মক ভাইরাস এবং মাইক্রোসফট একে সবচে’ ধ্বংসাত্মক ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছে।