বুধবার ● ২৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » জেনে নিন পিসি কেন স্লো হয়
জেনে নিন পিসি কেন স্লো হয়
প্রিয় বন্ধুরা বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে কোণ পরিবারের কম্পিউটার না থাকাটা অনেকটা আষাঢ়ে গল্পের মত। আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজের মধ্যে কম্পিউটারের ভূমিকা বিদ্যমান। কিন্তু সেই কম্পিউটারের কার্যক্রম যদি স্লো হয় তবে কার্যক্রমে মারাক্তক ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। তাই পিসি কেন স্লো হয় তা জেনে সে অনুসারে সতর্কতা অবলম্বন করা উচিত। সে ধরনের কয়েকটি কারন নিচে উল্লেখ করা হলঃ
.১। পিসি স্লো হবার পেছনে সবচেয়ে বড় কারণ সঠিকভাবে ব্যবহার না করা ৷
২। পিসি’র পারফরমেন্স অপারেটিং সিস্টেমের ওপরেও নির্ভরশীল ৷
৩। প্রয়োজনের বেশি সফটওয়্যার ইন্সটল করা ৷
৪। একসাথে দুটি অ্যান্টিভাইরাস চালানো ইত্যাদি।
৫। ডেক্সটপে অনেক আইটেম থাকলে।
৬। রেজিস্ট্রি ত্রুটি এবং বিশৃঙ্খল অবস্থার কারনে।
৭। সম্প্রতি ফাইল বা সঞ্চিত ফাইলগুলো না ডিলিট করলে।
৮। অপ্রচলিত হার্ডওয়্যার ড্রাইভারের কারনে।