রবিবার ● ১৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিআইইউ,তে নববর্ষ উৎযাপন
ডিআইইউ,তে নববর্ষ উৎযাপন
।। এস এম জুবায়ের ।। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত হল “বাংলা নববর্ষ ১৪২০” । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন ডঃ মুহাম্মদ সানাউল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এ টি এম মাহবুবুর রাহমান এবং ইইটিই বিভাগের চেয়ারম্যান ডঃ সিরাজুল ইসলাম প্রধান । ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রী নতুন এই বছর কে আজ বরন করে নিল নতুন জীবন গড়ার প্রত্যয় নিয়ে ।
অনুষ্ঠানের শুরুতে বাংলার ঐতিহ্য পান্তা ইলিশ খেয়ে আনন্দমুখর পরিবেশে নববর্ষের উৎযাপন শুরু করে শিক্ষক- শিক্ষার্থীরা । তারপর পবিত্র কোরআন তেলোয়াত করার মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা । এতে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ডঃ মুহাম্মদ সানাউল্লাহ , এ টি এম মাহবুবুর রাহমান ও ডঃ সিরাজুল ইসলাম প্রধান । তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে নাচ, গান, অভিনয় ইত্যাদি ইভেন্টে পারফর্ম করেন শিক্ষার্থীরা । অনুষ্ঠানে আরও ছিল কুপন পূরণের লটারির আয়োজন । এতে ভাগ্যবান পঞ্চাশ জন শিক্ষার্থী জিতে নেন টি -শার্ট এবং অন্যান্য উপহার সামগ্রী। সবশেষে আমন্ত্রিত ব্রান্ডদলের পরিবেশনায় মাতিয়ে তুলে পুরো ক্যাম্পাস ।