বুধবার ● ১০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ৬০ হাজার অ্যাপ মুছে দিয়েছে গুগল!!
৬০ হাজার অ্যাপ মুছে দিয়েছে গুগল!!
অ্যাপ মার্কেটপ্লেস গুগল প্লে থেকে ৬০ হাজার নিম্নমানের অ্যাপ মুছে দিয়েছে গুগল। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতেই কাজটি করে বিশ্বের শীর্ষ ইন্টারনেটভিত্তিক সেবা কোম্পানিটি। তবে টেকক্রাঞ্চের দাবি, অনেক প্রতিষ্ঠানই উন্নয়ন ঘটানোর জন্য নিজেদের অ্যাপগুলো গুগল প্লে থেকে সরিয়ে নিয়েছে। খবর সি নেটের।
প্রতিবেদনে জানানো হয়, এমপিথ্রি ও রিংটোন ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি অ্যাপ সরিয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এক সূত্র জানায়, মেধাস্বত্ব ভঙ্গের দায়েই বেশির ভাগ অ্যাপ বাতিল করা হয়েছে। তবে অ্যাপ সরিয়ে দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি গুগল।
গুগল প্লেতে অ্যাপ আপলোড করার জন্য অবশ্য প্রতিষ্ঠানটির পূর্বানুমতির প্রয়োজন পড়ে না। তবে অ্যাপগুলোর মান এবং বৈধতা যাচাই করে থাকে প্রতিষ্ঠানটি। গুগল প্লের মূল প্রতিদ্বন্দ্বী আইটিউনস স্টোরে অবশ্য কোনো অ্যাপ আপলোড করতে গেলে অ্যাপলের অনুমতি নেয়ার প্রয়োজন পড়ে। কোনো অ্যাপ অ্যাপলের মানদণ্ড বজায় রাখতে না পারলে তা গ্রহণ করা হয় না।
এদিকে ব্রাউজিংয়ের সময় বিজ্ঞাপন বন্ধ রাখায় বিশেষ অ্যাপ অ্যাডব্লক প্লাসও সরিয়ে দিয়েছে গুগল। একই ধরনের অ্যাপ অ্যাডঅ্যাওয়েকে গত মাসে গুগল প্লের তালিকা থেকে মুছে ফেলা হয়।