বুধবার ● ১০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » চলছে অনলাইন বৈশাখী মেলা ১৪২০
চলছে অনলাইন বৈশাখী মেলা ১৪২০
প্রিয়শপ ডটকম -এর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো চলছে “অনলাইন বৈশাখী মেলা-১৪২০”। মেলাটি ০৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল ২০১৩ পর্যন্ত চলবে। মেলা খোলা থাকছে ২৪ ঘণ্টা।
এর ফলে ঘরে বসেই বৈশাখী গিফট পাঠান যাবে প্রিয়জনকে। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, এছাড়া যেকোন ডেবিট/ক্রেডিট কার্ড, ব্যাংক ডিপোজিট এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। মাত্র ৪০ টাকায় বাংলাদেশের যেকোন প্রান্তে হোম ডেলিভারির সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঙালির প্রধান উৎসব পহেলা বৈশাখকে স্মরনীয় করে রাখতেই তাদের এই আয়োজন। তারা বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা, যানজটের ভোগান্তি এবং প্রচন্ড গরমের কারণে অনেকেই শপিং করতে পারছে না। বিদেশে অবস্থানরত ব্যক্তি পারছে না তার পরিবারকে বৈশাখের শুভেচ্ছা জানাতে। এই সকল বিষয় বিবেচনা করে বৈশাখী শপিং-কে আরো সহজ, নিরাপদ ও আনন্দদায়ক করতে এবং বাংলাদেশে প্রতিটি প্রান্তের মানুষের দোরগোড়ায় মানসম্মত পণ্য ও সেবা সহজেই পৌঁছে দিতে এই মেলার এই আয়োজন ।
এই অনলাইন মেলাতে পাওয়া যাচ্ছে- বৈশাখী শাড়ী, ফতুয়া, সেলোয়ার কামিজ, পাঞ্জাবীসহ নানা গিফট ।
মেলা সব অফার আয়োজন দেখতে - PriyoShop.com