মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সফটওয়্যার খাতে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ
সফটওয়্যার খাতে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ
।। আইসিটি শিল্প ও বাণিজ্য ।।
দেশের সফটওয়্যার খাতে বিনিয়োগ ঝুঁকি হ্রাস করে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই খাতে বিনিয়োগ ঝুঁকি চিহ্নিত করে ব্যাংকিং অর্থায়ন পদ্ধতি কি রকম হবে, তার একটি গাইডলাইন তৈরী করতে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে ‘কমিটি ফর আইটি বেসড্ এসএমই ফাইন্যান্সিং’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তফশিলী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ রয়েছেন।
কমিটি তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ ঝুঁকি চিহ্নিত করে আইটি ফার্মগুলোকে রেটিংয়ের মূল্যায়ন করবে যাতে ব্যাংকগুলো আইটি ফার্মগুলো সম্পর্কে একটি ধারনা পেতে পারে। এতে ঝুঁকি বিবেচনায় নিয়ে কোন ফার্মে অর্থায়নের বিষয়ে ব্যাংকের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
পাশাপাশি তারা বিনিয়োগ ঝুঁকি হ্রাসে আইটি ফার্মের ঋণের বিপরীতে গ্রান্ডি নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত নেবে। বেসিস যে কোন ফার্মের ঋণের বিপরীতে গ্রান্টার থাকবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, ‘ তথ্য প্রযুক্তি বিশেষ করে সফটওয়্যার একটি ইনটেলেকচ্যুয়াল প্রোপার্টি। এর পুরো বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট প্রকৌশলীর ওপর। প্রকৌশলী যে কোন সময় ওই ফার্ম ত্যাগ করলে তখন পুরো অর্থায়ন ঝুঁকির মধ্যে পড়ে যায়। এ কারনে ব্যাংকগুলো এ খাতে অর্থায়নে আগ্রহী হয়না।’
ঝুঁকি হ্রাস করে কিভাবে অর্থায়ন বাড়ানো য়ায়, সেই কার্যপদ্ধতি বের করতে কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
গঠিত কমিটি সফটওয়্যারের ইউনিফর্ম মূল্যয়ন পদ্ধতি বের করতেও কাজ করবে বলে তিনি জানান।