রবিবার ● ৭ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » ঘাসের বস্তায় ৫৬ ভরি স্বর্ণালংকার
ঘাসের বস্তায় ৫৬ ভরি স্বর্ণালংকার
ঘাসের বস্তা থেকে ৫৬ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জওয়ানেরা অভিযান চালিয়ে ওই স্বর্ণালংকার উদ্ধার করেন। ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল-হক বলেন, যে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, তার বাজারমূল্য কমপক্ষে অর্ধকোটি টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘাসের বস্তা মাথায় নিয়ে দুই ব্যক্তি যশোরের শার্শা উপজেলার দৌলতপুর সীমান্ত দিয়ে হাঁটছিল। সন্দেহ হলে বিজিবির জওয়ানেরা তাঁদের দাঁড়াতে বলেন। ভয়ে তাঁরা বস্তা ফেলে পালিয়ে যান। ওই বস্তায় ছিল ঘাস। পরে ঘাসের ভেতর থেকে বের করা হয় স্বর্ণালংকার। এ ব্যাপারে বেনাপোল কাস্টমসের মাধ্যমে ট্রেজারিতে চালান করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।