বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গুগলকে ব্যক্তিগত তথ্য ভঙ্গের অভিযোগ
গুগলকে ব্যক্তিগত তথ্য ভঙ্গের অভিযোগ
ব্যক্তিগত তথ্য ভঙ্গের অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে । স্ট্রিট ভিউ ও অন্যান্য সেবায় ব্যক্তি গোপনীয়তা ভঙ্গের অভিযোগে গুগলের বিরুদ্ধে তদন্তে নামছে ইউরোপের ছয়টি দেশ। বিশ্বের শীর্ষ ইন্টারনেটভিত্তিক সেবা প্রতিষ্ঠানটিকে পাঠানো এক চরমপত্রে জানানো হয়, চার মাস সময়সীমার মধ্যে ব্যক্তি গোপনীয়তা রক্ষার ইউরোপীয় মানদণ্ড অনুসরণে ব্যর্থ হওয়ায় আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে কোম্পানিটিকে। তদন্তে নামবে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও যুক্তরাজ্যের তথ্য রক্ষা সংস্থাগুলো। এমনই এক খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানে।
খবরে প্রকাশ, তথ্য রক্ষার ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করছে না গুগল, ২০১২ সালের অক্টোবরে ইউরোপীয় কমিশনের (ইসি) একটি কার্যকরি দল এ অভিযোগ করে। অভিযোগ পত্রে বলা হয়, নিজের কী কী তথ্য গুগলের কাছে সংরক্ষিত আছে, তা জানার পাশাপাশি তা সামলাতে প্রয়োজনীয় সেবা পাওয়ার অধিকার রয়েছে তাদের। আবার অতিরিক্ত তথ্য যেন সংরক্ষিত না থাকে, সেদিকেও নজর রাখতে হবে।
দলটি অভিযোগ করে, গুগল এসব নীতির কোনোটিই পুরোপুরি অনুসরণ করছে না। এক বিবৃতিতে অবশ্য গুগল দাবি করে, তারা ইউরোপীয় আইনের প্রতি সম্মান রেখেই কার্যক্রম পরিচালনা করে। ইসি এ সময় ব্যক্তি গোপনীয়তা নীতি সংস্কার করতে গুগলকে চার মাস সময় বেঁধে দেয়।