বুধবার ● ৫ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাইক্রোসফট হটমেইলে নতুন ফিচার যোগ করছে
মাইক্রোসফট হটমেইলে নতুন ফিচার যোগ করছে
৩৬ কোটির বেশি মানুষ ব্যবহার করে মাইক্রোসফটের বিমানুল্যের ইমেইল ব্যবস্থা হটমেইল। তারা এতে বেশকিছু নতুন ফিচার যোগ করতে যাচ্ছে। এরমধ্যে রয়েছে এন্ড্রয়েড ব্যবহার করে দ্বিমুখি ইমেইল ব্যবহার, কন্ট্যাক্ট এবং ক্যালেন্ডারের সায়ে সংযুক্তি, ইন্টারফেসের পরিবর্তন ইত্যাদি।
মেইল বক্সের মেইলগুলিকে নিজে থেকেই বিভিন্ন ধরন হিসেবে ভাগ করা অবস্থায় পাওয়া যাবে। নিউজলেটার জাতিয় মেইলের সাথে আনসাবস্ক্রাইব অপশন যোগ করা হবে। এছাড়া স্প্যাম না পাঠানোর জন্য বক্তব্য পাঠানো যাবে প্রেরকের কাছে।
ইনস্ট্যান্ট একশন বলে বিশেষ ব্যবস্থায় দ্রুত এবং সরাসরি ডিলিট, ফ্লাগ ইত্যাদি অপশন ব্যবহার করা যাবে। আপনার হটমেইল একাউন্ট থাকলে সেখানে পরিবর্তনগুলি ব্যবহার শুরু হয়েছে কিনা জেনে নিন।