বুধবার ● ৩ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্লগাদের গ্রেফতারের কারন জানতে চাইল বিএনপি
ব্লগাদের গ্রেফতারের কারন জানতে চাইল বিএনপি
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লেখালেখি করা ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনরত ধর্মভিত্তিক দলগুলোর দাবির প্রতি নৈতিক সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমর্থনের কথা জানান।
গতকালের সকাল-সন্ধ্যা হরতাল শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘পথভ্রষ্ট কিছু ব্লগার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিকে অশালীন এবং কুরুচিপূর্ণ পন্থায় আঘাত করছে, যা কাম্য নয়। এটি ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এ বিষয়ে দেশের আলেম, ওলামা, পীর মাশায়েখরা উদ্বেগ ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আমরা তাদের এ ন্যায়সঙ্গত দাবির প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।’
তিন ব্লগার গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, তাদের কেন গ্রেফতার করা হয়েছে, তারাই প্রধান অভিযুক্ত ব্লগার কিনা, উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়ার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে কিনা, তা তারা সঠিক জানেন না। এ বিষয় গুলো জনগনের সামনে পরিস্কার করতে হবে। বিএনপি কখনো ধর্মীয় স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করতে চায় না। কিন্তু সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে একটি সংকটের পরিস্থিতি সৃষ্টি করেছে।
সারা দেশে গতকালের হরতালে দুজন নিহত, ২০৬ নেতাকর্মী গ্রেফতার, ৩৮২ জন আহত ও পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, সরকার মামলা-হামলার মাধ্যমে বিরোধী দলের আন্দোলন বন্ধ করতে চায়। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। মামলা, গুম, খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না। বিরোধী জোটের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।