বুধবার ● ২৭ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এবার কনডম মানোন্নয়নে বিল গেটস !!!
এবার কনডম মানোন্নয়নে বিল গেটস !!!
।। আইসিটি সংবাদ ।। অসচেতন খামখেয়ালি যৌন মিলনের ফলে বিশ্বব্যাপী এইডসের ঝুঁকি ক্রমশ বাড়ছে । তাই কনডমের ব্যবহার নিশ্চিত করতে এর মানোন্নয়নে কাজ করবে বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন।সিএনএন এর এক খবরে জানাযায়, কনডমের ব্যবহার বাড়াতে এবং এটিকে আনন্দদায়ক করতে কনডমের মানোন্নয়নে কাজ করবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী মাইক্রোসফট এর বিল গেটস! এরই মধ্যে উৎপাদন প্রক্রিয়া, বিপণন এবং পরিবেশনসহ অন্যান্য প্রক্রিয়া প্রস্তুত রয়েছে। এখন শুধু যুতসই ডিজাইন দরকার। ইতিমধ্যে এই ধনকুবেরের প্রতিষ্ঠিত বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন উদ্ভাবকদের কাছ থেকে পরামর্শ (আইডিয়া) চেয়ে বিজ্ঞাপন দিয়েছে।
এই বিষয়ে বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন এক বিবৃতি জানিয়েছে, বর্তমানে বাজারে যে কনডম রয়েছে তা আরামদায়ক না হওয়ায় অনেকে এটি ব্যবহার করতে চান না। এতে করে বিশ্বব্যাপী এইডসের ঝুঁকি ক্রমশ বাড়ছে।
বিবৃতিতে ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে , নতুন ধারণা ও উপাদান দিয়ে তৈরিকৃত এই কনডম দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে ।