বুধবার ● ২৭ মার্চ ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইনে ব্যাক্তিগত কোন তথ্যই গোপন থাকবেনা!
অনলাইনে ব্যাক্তিগত কোন তথ্যই গোপন থাকবেনা!
।। বিজ্ঞান ও প্রযুক্তি ।। অনলাইনে ব্যাক্তিগত কোন তথ্যই গোপন থাকবেনা ।অ্যানোনিমাস প্রোগ্রাম ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো ব্যক্তির সব ধরনের তথ্য খুঁজে বের করা সম্ভব। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষকদের একটি দল এ দাবীই করছেন।গবেষকদের দাবী, কোনো ব্যক্তি মাত্র চারবার মোবাইল ফোন দিয়ে কথা বললেই, তাঁর সম্পর্কে যাবতীয় সকল অনলাইন তথ্য পাওয়া ও তাঁকে শনাক্ত করা যাবে । ৯৫ শতাংশ ক্ষেত্রেই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সঠিক ব্যক্তিটির সকল তথ্য পাওয়া সম্ভব বলে জানান তারা।
অনলাইনে মানুষের কার্যক্রম নিয়ে গবেষণা করে গবেষক দল এ ফলাফল পেয়েছেন ।
‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত গবেষকদের নিবন্ধে দেখা যায়, মাত্র চারটি তথ্য জানলেই মোবাইল ফোন নেটওয়ার্ক এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে যে কোনো ব্যক্তির অনলাইন তথ্য জানা সম্ভব।
গবেষকেরা এ উদ্ভাবন নতুন করে দুশ্চিন্তায় ফেলতে পারে ইন্টারনেট ব্যবহারকারীদের।
কারন অ্যানোনিমাসে এর মাধ্যমে সাধারন মানুষের বাক্তিগত গোপন তথ্য নিয়ে অস্বাদু ব্যবসায়ীরা ব্যবসা খুলে বসতে পারে। এছাড়া ব্যবসায়ী বাক্তি কিংবা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও এই অস্বাদু ব্যবসায়ীদের শিকার হতে পারে।
গবেষকদের মতে, মানুষ অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা নানাভাবে নিজেদের অবস্থানের তথ্য দিয়ে রাখেন। মোবাইল ফোনের টাওয়ার ব্যবহার করে তথ্য নিয়ে সহজেই একজনের গোপন তথ্যও জানা যেতে পারে; যা থেকে যেকোনো স্ক্যান্ডালও তৈরি করতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, কোনো ব্যক্তিকে শনাক্ত করতে তাঁর তথ্যের ওপর নির্ভর না করলেও চলবে, কেবল মোবিলিটি বা তাঁর কথা বলার ধরন পরীক্ষা করেই তাঁকে শনাক্ত করা সম্ভব হবে। কারন প্রতিটি ব্যক্তির কথা বলার ধরন আলাদা।
গবেষকেরা ১৫ মাস ধরে ১৫ লাখ মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন।
প্রসঙ্গত,অ্যানোনিমাস(anonymous) একটি কম্পিউটার প্রোগ্রাম যা দিয়ে যেকোনো প্রতিবন্ধিকতা এড়িয়ে তথ্য সনাক্ত করতে পারে।