মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিজিটাল কিয়স্ক ‘অন দ্য গো’
ডিজিটাল কিয়স্ক ‘অন দ্য গো’
।। বিজ্ঞান ও প্রযুক্তি ।। ট্রেনের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার সবচেয়ে ভালো উপায়টি জানতে এখন আর অন্য কারো কাছে তথ্য চাইতে হবে না ভ্রমণকারীকে। এর সমাধান দিবে ‘অন দ্য গো’ নামের ডিজিটাল কিয়স্ক । প্রযুক্তি ও বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ফাস্ট কোম্পানি সূত্রে জানা যায়, এই ডিভাইসটির স্ক্রিনে নগরীর সব স্টেশনের তালিকা থাকবে। কাঙ্ক্ষিত স্টেশনের নামের ওপর স্পর্শ করলে মানচিত্রসহ সবচেয়ে সংক্ষিপ্ত রুটের বিবরণ, যাত্রার সময় ইত্যাদি তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। তাছাড়া কোনো ট্রেন পৌঁছতে বা স্টেশন ছাড়তে দেরি করলে তার খবরও আগাম জানিয়ে দেবে ‘অন দ্য গো’ কিয়স্ক।এমনই একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল কিয়স্ক বা বুথ স্থাপন করতে যাচ্ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। নিউইয়র্কের পাতালরেলের স্টেশনগুলোতে পাবলিক টেলিফোন বুথের মতো প্রতিটি স্টেশনে কমপক্ষে একটি করে কিয়স্ক বসানো হবে। ৪৭ ইঞ্চি টাচস্ক্রিনের এ ডিজিটাল গাইডের ব্যবহার শুরু হবে বছরের শেষ দিকে। ভ্রমণকারীর জন্য প্রয়োজনীয় সব তথ্য, সময়সূচিসহ নানা দিকনির্দেশনা থাকবে এতে। পাতাল রেলের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যুক্ত থাকবে পুরো নেটওয়ার্ক। কন্ট্রোল গ্রুপ নামের একটি কোম্পানি সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে চুক্তিবদ্ধ হয়েছে। ডিভাইসটিতে নিউইয়র্ক কর্তৃপক্ষের অনুমোদিত বিজ্ঞাপনও প্রদর্শিত হবে। জরুরি প্রয়োজনে ব্যবহার করার জন্য প্রতিটি ইউনিটে থাকবে ডিজিটাল ক্যামেরা ও মাইক্রোফোন।