রবিবার ● ২৪ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইনেও নির্যাতিত হচ্ছে মানুষ।!!!
অনলাইনেও নির্যাতিত হচ্ছে মানুষ।!!!
।। আইসিটি সংবাদ ।। শুধু পথে ঘাটে নয় এখন অনলাইনেও নির্যাতিত হচ্ছে মানুষ। এমনই খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফে। প্রতিবেদনে দেখা যায় শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের প্রতি দশজনের একজন ব্যবহারকারী অনলাইনে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইনসাইটের জরিপে এ তথ্য পাওয়া যায় ।জরিপে দেখা যায়, ১০ শতাংশ ফেসবুক গ্রাহক ব্যক্তিগত বার্তা ও তাদের ওয়ালে অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দ্বারা বিব্রতকর অবস্থার সম্মুখীন হচ্ছেন। ৬০ শতাংশ ব্যবহারকারীর কাছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বার্তা কমই আসে, যেখানে ৮ শতাংশ ব্যবহারকারীর কাছে এ ধরনের বার্তা মাসে একবার এবং ৩ শতাংশের কাছে একাধিকবার আসে।
তথ্য মতে, গত এক বছরে ৩ শতাংশ ব্যবহারকারী পাঁচটির বেশি অনাকাঙ্ক্ষিত বার্তা পেয়েছেন। ৬২ শতাংশ ক্ষেত্রে দেখা যায়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বার্তাগুলো ফেসবুকের তালিকায় থাকা বন্ধুদের কাছ থেকে আসে, কিন্তু ২৭ শতাংশ ক্ষেত্রে বার্তাগুলো এমন মানুষের কাছ থেকে আসে, যারা আক্রান্ত গ্রাহকের বন্ধু তালিকায়ও থাকে না।
এ সমস্যা মোকাবেলায় দুই-তৃতীয়াংশ গ্রাহক ওসব অ্যাকাউন্টকে ব্লক করে দেন এবং মাত্র এক-চতুর্থাংশ গ্রাহক ফেসবুকের দেয়া ‘রিপোর্ট’ লিংকটি ব্যবহার করেন। বাকিদের ১৪ শতাংশ নিরাপত্তা সেটিংস ব্যবহার করেন, ৬ শতাংশ নিজেদের প্রোফাইল সীমাবদ্ধ করে ফেলেন। ৫ শতাংশ ফেসবুক ব্যবহার বন্ধ করে দেন এবং ৩ শতাংশ তাদের ফেসবুক অ্যাকাউন্টই বন্ধ করে দেন।