বুধবার ● ২০ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » মোবাইল প্রযুক্তি শিল্পে বাংলাদেশের সাফল্য
মোবাইল প্রযুক্তি শিল্পে বাংলাদেশের সাফল্য
বিশ্বের প্রথমসারির বাংলাদেশী আইপি সফটওয়্যার প্রতিষ্ঠান রিভ সিস্টেমস মোবাইল ভিওআইপিতে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা চালু করেছে। সম্প্রতি স্পেনের বার্সালোনায় অনুষ্ঠিত হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ২০১৩ তে এই সেবার বিভিন্ন ফিচার ও সুবিধা প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের অষ্টম এই আয়োজনে বিশ্বের ২০০ টি দেশের প্রায় ১৫০০ প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে । বিপুল দর্শনার্থী ও আইটি ব্যক্তিত্বদের সমাগমে এবারের বার্সালোনা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ছিল সরগরম।
মোবাইল ভিওআইপি শিল্পে ইনস্ট্যান্ট মেসেজিং প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের আগ্রহও ছিল বেশি। রিভ সিস্টেমস সহ ভোডাফোন, এরিকসন, ভারতী এয়ালটেল, নোকিয়া, ইটালিয়া টেলিকম গ্রুপের মতো খ্যাতিমান মোবাইল অপারেটর প্রতিষ্ঠানও এতে অংশ নেয়। রিভ সিস্টেম এই আয়োজনে তৃতীয়বারের মতো অংশ নেয়।
রিভ সিস্টেমসের সিইও এম. রেজাউল হাসান বলেন, বিশ্বের বৃহত্তম এই আয়োজনে আমাদের অংশগ্রহণ একটি বড় সুযোগ এবং এর মাধ্যমে আমরা অত্যাধুনিক মোবাইল প্রযুক্তিকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পেরেছি।
প্রসঙ্গত- শীর্ষস্থানীয় ভিওআইপি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান রিভ সিস্টেমস সম্মানজনক “২০১২ রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল” তালিকায় রয়েছে। গত বছর সেপ্টেম্বরে রেড হেরিং এর বিচারে এশিয়ার সেরা ১০০’র তালিকায় ছিল রিভ সিস্টেমস। বর্তমানে এ কোম্পানী ৭০টিরও বেশি দেশে ১৭০০টিরও বেশি ভিওআইপি ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে। সিংগাপুরের প্রধান কার্যালয় ছাড়াও রিভ সিস্টেম্স-এর সফ্টওয়্যার ডেভেলপমেন্ট বিভাগ বাংলাদেশে অবস্থিত। ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এর শাখা কার্যালয় রয়েছে।