বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে
গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে
ঢাকার দোহারে অবস্থিত নবাবগঞ্জ পাইলট হাই স্কুল এ প্রথম আনুষ্ঠানিক ইন্টারনেট উৎসব আয়োজনের মাধ্যমে ২৭ সেপ্টেম্বর গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব যাত্রা শুরু করেছে। দেশের তরুণ সমাজকে ইন্টারনেটের ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ উদ্দ্যোগে এই ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান এই উৎসবের উদ্বোধন করেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুনির হাসান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোনের হেড অফ কর্পোরে ট কমিউনিকেশনস তাহমিদ আজিজুল হক এবং জেনারেল ম্যানেজার স্টেকহোল্ডার রিলেশনস আবু মামুন হাসমী এই উপলক্ষে উপস্থিত ছিলেন।
সারাদিনই নবাবগঞ্জ পাইলট স্কুল এবং উপজেলার আরো ৯টি স্কুলের শিক্ষার্থীরা ইন্টারনেটের জগৎ সম্পর্কে জানার জন্য মেলায় অবস্থান করে। শিক্ষার্থীরা জ্ঞান-ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাৎক্ষণিকভাবে ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে সঠিক উত্তর খুঁজে বের করে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে আই-জিনিয়াস হিসেবে ঘোষণা করা হয় এবং তার এলাকায় ইন্টারনেট-দূত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যাতে সে তার এলাকায় ইন্টারনেটের প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রচারণা চালাতে পারে।
এছাড়াও এই উৎসবে অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে ইন্টারনেটের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অবহিত করা হয় । দর্শকদের জন্য ছিল ইন্টারঅ্যাকটিভ গেমস্ সেশন, যেখানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা জিতে নিয়েছেন আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়া আগ্রহী শিক্ষক, ছাত্রÑছাত্রী ও তাদের বাবা-মাকে মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
দেশের বিভিন্ন স্থানে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই ইন্টারনেট উৎসব চলবে। যেখানে সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।