মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফ্রীল্যান্সিং উন্নয়নে ডেভসটিম ও ইল্যান্সের উদ্যোগ
ফ্রীল্যান্সিং উন্নয়নে ডেভসটিম ও ইল্যান্সের উদ্যোগ
৷৷আইসিটি নিউজ ৷৷বাংলাদেশের আউটসোর্সিং খাতে দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডেভসটিম ইন্সিটিউট এবং অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স । এ উপলক্ষে আজ বেসিস অডিটোরিয়ামে ইল্যান্স ও ডেভসটিম এর মধ্যে সমঝোতা স্বাক্ষর হয় । ইল্যান্স এর কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান এবং ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী আল - আমিন কবির নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এই স্বাক্ষর করেন । অনুষ্ঠানের প্রধান অতিথি মনির হাসান বলেন , ফ্রীল্যান্সিং এ যারা কাজ পাচ্ছেনা কিংবা ভালো করতে পারছে না তাদের মান উন্নয়ন করা খুবই জরুরি । এজন্য তিনি ফ্রীল্যান্সিং মার্কেটগুলো এবং স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান । অনুষ্ঠানে সাইদুর মামুন খান ইল্যান্স মার্কেটপ্লেসে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরেন এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি ফাহিম মাশরুর , বিআইজেএফ এর প্রেসিডেন্ট মুহম্মদ খান, বাংলাদেশ ইন্টারনেট মার্কেটিং প্রফেশনালস অ্যাসোসিয়েশন (বিমপা) প্রতিষ্ঠাতা আসিফ আনোয়ার পথিক এবং ডেভসটিম কর্মকর্তাবৃন্দ ।
(আইসিটি নিউজ, আইটি নিউজ, আইটি সংবাদ, প্রজুক্তি সংবাদ, তথ্যপ্রযুক্তি, অনলাইন নিউজপেপার, তথ্যপ্রযুক্তি পত্রিকা, আইটি প্রোডাক্ট, প্রযুক্তি পণ্য, আইফোন, প্রযুক্তি বাজার, বাজারদর, ইন্টারনেট, নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )