মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » তৈরি হলো বিশ্বের ক্ষুদ্রতম ডিজিটাল ক্যামেরা
তৈরি হলো বিশ্বের ক্ষুদ্রতম ডিজিটাল ক্যামেরা
সম্প্রতি নিউ ইয়র্কভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান হ্যামাচার শ্লেমার বিশ্বের ক্ষুদ্রতম ডিজিটাল ক্যামেরা উদ্ভাবনের দাবী করেছে। মাত্র এক বর্গইঞ্চি মাপের এ ক্যামেরায় ২ মেগাপিক্সেলে ছবি তোলা এবং ভিডিও করা যায়। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
বিশ্বের ক্ষুদ্রতম ডিজিটাল ক্যামেরা
বিশ্বের ক্ষুদ্রতম ডিজিটাল ক্যামেরা
ক্ষুদে এ ক্যামেরাটি আঙ্গুলের মাথার সমান। সহজেই স্থানান্তরযোগ্য এ ডিভাইসটির ওজন মাত্র ২৮ গ্রাম হলেও নিখুঁত ছবি তুলতে পারে বলেই নির্মাতা প্রতিষ্ঠানটির দাবী।
হ্যামাচার-এর জেনারেল ম্যানেজার ফ্রেড বার্নস জানিয়েছেন, ‘একটি মার্বেলের চেয়ে কিছুটা বড়ো হতে পারে বিশ্বের ক্ষুদ্রতম এ ডিজিটাল ক্যামেরাটি। তবে, এটি যথেষ্টই ভালো মানের ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে পারে।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ক্যামেরাটি ব্যবহার করে ১৬০০x ১২০০ পিক্সেলে জেপিইজি ছবি তোলা যায়। ক্যামেরাটিতে রয়েছে অটোফোকাস সুবিধা। এটি ইউএসবি কেবল জুড়ে এই ছবি কম্পিউটারে স্থানান্তরও করা সম্ভব।
ক্যামেরাটির দাম পড়বে ১০০ ডলার।