মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » চট্টগ্রামে ১৪৪ ধারা জারি
চট্টগ্রামে ১৪৪ ধারা জারি
হেফাজত ইসলাম ও গণজাগরণ মঞ্চ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বন্দরনগরী চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব চত্বরসহ তিনটি স্থানে আগামী বুধবার ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।সোমবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম তার নির্বাহী ক্ষমতাবলে দেয়া এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।
তিনটি স্থানের মধ্যে বাকি দু’টি হল, পুরাতন রেল স্টেশন চত্বর এবং লালদীঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বর।
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, ‘দু’পক্ষ একইস্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনটি স্থানে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
এর আগে গত ৭ মার্চ ঢাকায় গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে আগামী ১৩ মার্চ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং বিকেলে নগরীর জামালখানে প্রেসক্লাব চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।
এ ঘোষণার পর গত ৯ মার্চ শনিবার রাতে হেফাজত ইসলাম নাস্তিক ব্লগারদের প্রতিহত করার নামে ১৩ মার্চ চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়।
সোমবার হেফাজত ইসলাম সংবাদ সম্মেলন করে নগরীর জামালখানে গণজাগরণ মঞ্চের সমাবেশের স্থানে এবং স্টেশন রোড ও জেলা পরিষদ চত্বরে ১৩ মার্চ সমাবেশের ঘোষণা দেয়। পাশাপাশি এ তিনটি স্থানে সমাবেশের অনুমতি চেয়ে তারা নগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করে।
অন্যদিকে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হেফাজত ইসলামের হরতাল উপেক্ষা করে যে কোন মূল্যে মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে গণজাগরণ মঞ্চের সংগঠকরা ১৩ মার্চ বুধবার চট্টগ্রামবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের পর নগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা সোমবার রাতে বৈঠক করে ১৪৪ ধারা জারির বিষয়ে সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।