মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বিএনপির জাতীয় কাউন্সিল স্থগিত
বিএনপির জাতীয় কাউন্সিল স্থগিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, আলতাফ হোসেন চৌধুরী, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুকসহ আটক নেতা-কর্মীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে ১৮ ও ১৯ মার্চ সারা দেশে হরতাল ডাকবে ১৮-দলীয় জোট।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান। এ ছাড়া, ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক বৈঠক হয়। এরপর ১৮-দলীয় জোটের নেতাদের এক বৈঠক হয়। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই দুই বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, সোমবার বিকেলে নয়াপল্টনে ১৮ দলের সমাবেশের শেষপর্যায়ে সমাবেশস্থলের কাছে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর পরপরই ১৮ দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন এবং ভাঙচুর, জ্বালাও-পোড়াও শুরু করেন। প্রায় আধা ঘণ্টা ভাঙচুর চালান তাঁরা। এ সময় পুলিশ ও র্যাব ছিল নীরব।
বিকেলে ককটেল বিস্ফোরণের পর বিএনপির শতাধিক নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছিলেন। কার্যালয়ের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাঁদের প্রায় সবাইকে আটক করে পুলিশ। তবে এ সময় দলের যেসব নারী কর্মী কার্যালয়ের ভেতরে ছিলেন, তাঁদের কাউকে আটক করা হয়নি। এদিকে, পুলিশের অভিযান চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি হাতবোমাও উদ্ধার করা হয়। রাত আটটার পর বিএনপির কার্যালয়ে অভিযান শেষ হয়।
এরই প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পক্ষ থেকে হরতালের কর্মসূচি দেওয়া হলো।