শনিবার ● ৯ মার্চ ২০১৩
প্রথম পাতা » @নারী » নারীর শিক্ষা সহায়তার জন্য অ্যাপ চালু
নারীর শিক্ষা সহায়তার জন্য অ্যাপ চালু
৷৷ আইসিটি নিউজ ৷৷ নারীশিক্ষা সহায়তায় তহবিল সংগ্রহে একটি অ্যাপ্লিকেশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্ডিয়া। গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এটি চালুর উদ্যোগ নেয় সংস্থাটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে মাইক্রো ব্লগিং সাইট www.educateagirl.org-এর ওপর ভিত্তি করে। এ কাজে প্ল্যান ইন্ডিয়াকে সহায়তা করেছেন ভারতের বেশ কয়েকজন সফল নারী। এদের মধ্যে রয়েছেন ইন্দ্রা নুয়ি, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনু আগা, কিরণ মজুমদার, কির্থিগা রেড্ডি ও শোভা দে।
‘যেহেতু আমি একজন মেয়ে’ স্লোগানে অ্যাপটির প্রচারণা চালানো হবে। এতে টাইলস আকারে মেয়ে শিশুর মুখাবয়ব প্রদর্শন করা হচ্ছে। একেকটি টাইলসের ৫০০ রুপি অনুদান করার কথা বোঝানো হয়। কেউ ৫০০ রুপি অনুদান দিলে তার ছবিটি টাইলসটিতে স্থান পাবে।
প্ল্যান ইন্ডিয়ার নির্বাহী পরিচালক ভাগীশ্বরী ডেংলে বলেন, প্রত্যেক নারী নিজস্ব পরিচয়, অর্থনৈতিক স্বনির্ভরতা ও মর্যদার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারলেই নারী দিবসের সার্থকতা অর্জিত হবে।
কিরণ মজুমদার জানান, ‘মেয়েরা কীভাবে স্কুলে যাবে, কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবে এবং তারপর তার কাজের মাধ্যমে বিশ্বে পরিবর্তন আনবে, সে ব্যবস্থা করে দেয়া আমাদের সবার দায়িত্ব। নিরাপদ ও সহযোগিতাপরায়ণ পরিবেশে মেয়েদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্নের সুযোগ করে দেয়াই হচ্ছে এ প্রচারাভিযানের প্রাথমিক কাজ।’
এ প্রচারাভিযানের মাধ্যমে ২০১৫ সাল নাগাদ ৩ লাখ ৪০ হাজার মেয়েশিশুর স্কুলে যাওয়া, এক লাখের মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পন্ন করা ও ৫০ হাজার নারীর জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে।
(আইসিটি নিউজ, আইটি নিউজ, আইটি সংবাদ, প্রজুক্তি সংবাদ, তথ্যপ্রযুক্তি, অনলাইন নিউজপেপার, তথ্যপ্রযুক্তি পত্রিকা, আইটি প্রোডাক্ট, প্রযুক্তি পণ্য, আইফোন, প্রযুক্তি বাজার, বাজারদর, ইন্টারনেট, নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )