রবিবার ● ৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবারও সেরা প্রতিষ্ঠান অ্যাপল
এবারও সেরা প্রতিষ্ঠান অ্যাপল
৷৷ আইসিটি নিউজ ডেস্ক ৷৷
ফরচুন ম্যাগাজিনের জরিপে টানা ষষ্ঠবারের মতো এবারও সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল অ্যাপল। গত বছরে ১ হাজার ৩০০ কোটি ডলার মুনাফা অর্জন ও প্রচুর গ্রাহক থাকার সুবাদে অন্য সব প্রতিষ্ঠানকে হটিয়ে এ স্বীকৃতি পায় অ্যাপল। ৫০টি শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য। খবর টেলিগ্রাফের।
ফরচুনের রেটিংয়ে অ্যাপলের পয়েন্ট ৮ দশমিক ২৪। এরপরই আছে গুগল (৮ দশমিক ০১) ও অ্যামাজন (৭ দশমিক ২৮)। চার বছর ধরে এ প্রতিষ্ঠান তিনটি তালিকার শীর্ষে অবস্থান করছে। তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইবিএম (৬), মাইক্রোসফট (১৭) ও স্যামসাং (৩৫)। আগের বছরের অবস্থান হারিয়েছে ইন্টেল (৪২), ইবে (৪৭), ফেসবুক (৪৮) ও সিসকো (৪৯)।
অ্যাপলকে টপকে কেবল যুক্তরাষ্ট্রে সবচেয়ে সমাদৃত প্রতিষ্ঠানের খেতাব পেয়েছে অ্যামাজন। এ তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ডিজনি ও গুগল।
হ্যারিস ইন্টারঅ্যাকটিভের মাধ্যমে জরিপটি চালায় ফরচুন। সেরা কোম্পানি নির্বাচন করতে প্রতিষ্ঠানটি ৩০টি দেশের বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের পরিচালকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। এতে ৯টি বিষয় গুরুত্ব দেয়া হয়; যার মধ্যে রয়েছে উদ্ভাবন, গুণগত মান, ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সচ্ছলতা।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে কোকা-কোলা ও স্টারবাকস। মার্কিন প্রতিষ্ঠানের বাইরে আটটি প্রতিষ্ঠান তালিকায় জায়গা পেয়েছে। এর মধ্যে রয়েছে বিএমডব্লিউ (১৪), টয়োটা (২৯) ও নেসলে (৩২)। - এসবিবি
(আইসিটি নিউজ, আইটি নিউজ, আইটি সংবাদ, প্রজুক্তি সংবাদ, তথ্যপ্রযুক্তি, অনলাইন নিউজপেপার, তথ্যপ্রযুক্তি পত্রিকা, আইটি প্রোডাক্ট, প্রযুক্তি পণ্য, আইফোন, প্রযুক্তি বাজার, বাজারদর, ইন্টারনেট, নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )