শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ইয়াহুর সাইটে পরিবর্তন
ইয়াহুর সাইটে পরিবর্তন
প্রধান নির্বাহী মারিসা মায়ারের অধীনে গত বুধবার নতুন নকশায় আত্মপ্রকাশ করেছে ইয়াহু। নতুনভাবে এ সাইটটিতে সামাজিক যোগাযোগ সাইটের ছায়া রাখা হয়েছে। ব্যবহারকারীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্যই ইয়াহুতে এ আমূল পরিবর্তন আনা হয়েছে বলে গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে বলেন মারিসা মায়ার। খবর এএফপির।
তিনি বলেন, ‘সবসময় ব্যবহারকারীদের ওয়েবের সবচেয়ে সেরা বিষয়টি দ্রুত দিতে চায় ইয়াহু। এ লক্ষ্যে আমরা সাইটে নতুনত্ব এনেছি। আমি চাই, ব্যবহারকারীরা ইন্টারনেটে এসে আমাদের ওয়েবসাইটেই সবকিছু খুঁজে পাক। স্মার্টফোন ও ট্যাবলেটেও নতুন ওয়েবসাইট দারুণ কার্যকর হবে।’
গত বছর গুগল থেকে ইয়াহুতে যোগ দেন মারিসা মায়ার। যোগদানের সময় তিনি বলেছিলেন, ইয়াহু ব্যবহার করা মানুষের অভ্যাসে পরিণত করতে চান তিনি।
নতুন এ ইয়াহু সাইটটি ব্যবহারকারী নিজের সুবিধামতো সাজিয়ে নিতে পারবেন। সাইটের যেকোনো প্রান্ত নিজের মতো করে সাজানো যাবে। এছাড়া সরাসরি সহজে সবকিছু শেয়ারের ব্যবস্থা রয়েছে। মেইল অপশন রাখা হয়েছে ওয়েবসাইটের ডান দিকের ওপরের প্রান্তে। আর বাম দিকের ট্যাবগুলো মাঝখানে নিয়ে আসা হয়েছে।
মায়ার বলেন, আপনি খেলা বা সিনেমা যেটির খবরই জানতে চান না কেন, নিজের মতো করে সাইটকে সাজিয়ে নিতে পারবেন। তবে নতুন এ সাইটটি এখনো বিশেষজ্ঞদের মন জয় করতে পারেনি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিগাওমের বিশ্লেষক ম্যাথিউ ইনগ্রাম বলেন, ইয়াহু এখন যেভাবে ওয়েবসাইট সাজিয়েছে, তা পাঁচ বছর আগে হলে ভালো হতো। কিন্তু এখন এটিকে নতুন কিছু বলা যাবে না।
নতুন করে সাজানো ওয়েবসাইটের পরও ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারীরা ইয়াহুকে নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখাননি। গতকাল নাসডাক শেয়ারবাজারে ইয়াহুর শেয়ারের দাম ১ শতাংশ কমে ২১ ডলার ৬ সেন্টে লেনদেন হয়।
(আইসিটি নিউজ,আইটি নিউজ,আইটি সংবাদ,প্রজুক্তি সংবাদ,তথ্যপ্রযুক্তি,অনলাইন নিউজপেপার,তথ্যপ্রযুক্তি পত্রিকা,আইটি প্রোডাক্ট,প্রযুক্তি পণ্য,প্রযুক্তি বাজার,বাজারধর,ইন্টারনেট,নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )