সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » আন্তর্জাতিক কলের এক-তৃতীয়াংশ স্কাইপেতে
আন্তর্জাতিক কলের এক-তৃতীয়াংশ স্কাইপেতে
বিশ্বব্যাপী ফোনকলের এক-তৃতীয়াংশই হয় স্কাইপেতে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেলিজিওগ্রাফির এক প্রতিবেদন অনুযায়ী গত বছর টেলিফোনের পেছনে ব্যয় হওয়া ইন্টারনেট ট্রাফিকের ৩৩ শতাংশই ছিল স্কাইপের। বেশির ভাগ স্মার্টফোনে স্কাইপের সুবিধা থাকায় এর মাধ্যমে যোগাযোগ বাড়ছে বলে টেলিজিওগ্রাফি জানিয়েছে।
২০১১ সালে ৮৫০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপেকে অধিগ্রহণ করে মাইক্রোসফট। বিনা মূল্যে ফোনকলের সুবিধা থাকায় বিশ্বের বেশির ভাগ ইন্টারনেট ব্যবহারকারীই এর মাধ্যমে বাইরে থাকা পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। টেলিজিওগ্রাফির প্রতিবেদন অনুযায়ী, গত বছর আন্তর্জাতিক টেলিফোন ট্রাফিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার কোটি মিনিট। একই সময়ে ভয়েস ও ভিডিও দেখার সুবিধা দেয়া স্কাইপেতে কলের পরিমাণ ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০০ কোটি মিনিট। ২০১১ সালের তুলনায় গত বছর স্কাইপে থেকে স্কাইপেতে ফোনের পরিমাণ প্রায় ৫ হাজার ১০০ কোটি মিনিট বেড়েছে। বিশ্বের সব টেলিকম অপারেটর আন্তর্জাতিকভাবে যে কল পায়, তার দ্বিগুণ কল হয়েছে স্কাইপের মাধ্যমে।