সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্টেল আনছে ইন্টারনেট টিভি
ইন্টেল আনছে ইন্টারনেট টিভি
নিজস্ব ভার্চুয়াল টিভি সেবা চালু করতে পুরোদমে কাজ করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। টেলিভিশন সেবা দেয়ার জন্য এরই মধ্যে লাইসেন্স নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে টেলিভিশন খাতে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে জানিয়েছে রয়টার্স।
প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল, সার্চ জায়ান্ট গুগল ও অনলাইনে পণ্য বিক্রেতা অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায় নামার কথা প্রকাশ করেছে ইন্টেল। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট এরিক হুগারস প্রযুক্তিবিষয়ক ব্লগ অলথিংস ডিজিটালকে বলেন, ‘ক্যাবল অপারেটরদের মতো আমরা ভোক্তাদের সবচেয়ে ছোট ছোট বান্ডেলের কনটেন্ট দেয়ার পরিকল্পনা করেছি। এর মাধ্যমে ভোক্তাদের অর্থ সাশ্রয় হবে। তারা কেবল তাদের প্রয়োজনীয় চ্যানেলগুলো নিতে পারবেন।’
রয়টার্সকে হুগারস বলেন, ‘মানুষের চাহিদার পরিবর্তন ঘটছে। আমরা মানুষের চাহিদা বুঝি। যে ধরনের অনুষ্ঠান দর্শক পছন্দ করে, আমরা সেসব অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হব। বিভিন্ন বয়সীদের জন্য আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে। যেমন: শিশুরা চাইলে কেবল কার্টুন দেখার প্যাকেজ নিতে পারবে। প্রত্যেকেই তার বয়স উপযোগী অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের এ সেবায়।’
চলতি বছরের মধ্যেই ইন্টারনেটভিত্তিক টিভি চ্যানেলের যাত্রা করার ব্যাপারে আশাবাদী ইন্টেল। এজন্য সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে বলেও হুগারস উল্লেখ করেন। কাজের অগ্রগতি আশাব্যঞ্জক বলে তিনি জানান।