রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাসার বাতিল করে দেয়া উপগ্রহ ইউএআরএস পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়েছে
নাসার বাতিল করে দেয়া উপগ্রহ ইউএআরএস পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়েছে
নাসার বাতিল করে দেয়া উপগ্রহ ইউএআরএস পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়েছে। এ খবরের সত্যতা স্বীকার করেছে নাসা কর্তৃপক্ষ। উপগ্রহটি প্রশান্ত মহাসাগরে পড়েছে বলেও জানায় নাসা কর্তৃপক্ষ। তবে একটি সূত্র থেকে জানা যায়, ছয় টন ওজনের কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর বায়ুম-লে ঢুকে খ- খ- হয়ে কানাডার কোন একটি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে নাসা। উঁচু কক্ষপথে প্রদক্ষিণের ফলে পৃথিবীতে ফেরার সময় এর অবতরণের সঠিক স্থান নিরূপণ করতে পারেনি নাসার বিজ্ঞানীরা। বিবিসি, রয়টার্স।
এদিকে ইউএআরএসের ওয়েবসাইটে বলা হয়, মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে যে উপগ্রহটি প্রশান্ত মহাসাগরেই পড়েছে। তবে ঠিক কয়টার সময় তা পড়েছে তা এখনও সঠিক জানা যায়নি।
নাসার মুখপাত্র স্টিফেন কোল ওয়াশিংটন ডিসিতে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, আসল উপগ্রহটি অনেক বড়। কিন্তু সেটা যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে তা ক্রমেই অনেক ছোট হয়ে আসে। পৃথিবীতে আসতে আসতে উপগ্রহটি অনেকটাই পুড়ে যায় এবং খ- বিখ- হয়ে যায়। এ বিষয়ে নাসার অরবিটাল ডেবরিস বিজ্ঞানী মার্ক ম্যাটনে বলেন, বিগত ২৪ ঘণ্টায় মহাকাশযানটিতে কিছু একটা ঘটেছিল। তা না হলে সময়ের হেরফের হওয়ার কথা নয়।
আপার অ্যাটমোসফেয়ার রিসার্চ স্যাটেলাইট (আইএআরএস) নামে পরিচিত এ কৃত্রিম উপগ্রহটি ২০ বছর ধরে কক্ষপথে ঘুরছিল। এই উপগ্রহই পৃথিবীর মানুষকে জানিয়েছিল ওজোন স্তরে ফুটো হওয়ার কথা।
১০ দশমিক ৬ মিটার (৩৫ ফুট) লম্বা এবং ৪ দশমিক ৫ মিটার (১৫ ফুট) ব্যাসের ইউএআরএস ভূ-পৃষ্ঠে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে বিধ্বস্ত হওয়া বিশাল আকারের কৃত্রিম উপগ্রহগুলোর একটি। ১৯৭৯ সালে নাসার ৭৫ টন ওজনের স্কাইল্যাব স্টেশন এভাবে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়েছিল।
২০০১ সালে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে মহাকাশে রাশিয়ার সর্বশেষ মহাকাশ কেন্দ্র মির। তবে মিরের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছিল।
বর্তমানে নাসা গতিপথ নিয়ন্ত্রণ করা সম্ভব এমন কৃত্রিম উপগ্রহ নির্মাণ শুরু করেছে। তবে ইউএআরএস নির্মাণের সময় এ প্রযুক্তি ব্যবহার করা হয়নি।