শনিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গণমাধ্যমে সাইবার হামলা বাড়ছে
গণমাধ্যমে সাইবার হামলা বাড়ছে
সাংবাদিক ও গণমাধ্যমের ওপর কয়েক বছর ধরে সাইবার হামলা বেড়েছে। সত্য প্রকাশে বিরত রাখা এবং সংবাদপত্রে সেন্সর আরোপের জন্য হ্যাকাররা হামলা চালাচ্ছেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছে মিডিয়ার অধিকারবিষয়ক এক সংস্থা। খবর রয়টার্সের।
দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট জানায়, সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের মতো বিখ্যাত পত্রিকাগুলোয় সাইবার হামলা হয়েছে। বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের ওপর সাইবার হামলা বাড়ার ধারাবাহিকতায় এটি ঘটছে। কমিটির উপপরিচালক রবার্ট ম্যাহোনি বলেন, ‘কয়েক বছর ধরেই আমরা লক্ষ করছি, সাংবাদিক ও গণমাধ্যমের ওপর অব্যাহত হারে সাইবার হামলা বাড়ছে। এর কারণে গণমাধ্যমকর্মীরা সঠিক সময়ে খবর পৌঁছাতে পারছেন না।
মিডিয়ায় সাইবার হামলা সাধারণত ‘ডিনায়াল অব সার্ভিস’-এর মাধ্যমেই বেশি ঘটে থাকে। এ পদ্ধতিতে হ্যাকাররা নির্দিষ্ট একটি সাইটে ম্যালওয়্যার পাঠায়। ওই ম্যালওয়্যার একই সময়ে হাজার হাজারবার ওই সাইটে প্রবেশ করতে থাকে। অতিরিক্ত চাপের কারণে সাইটগুলো তখন আর কাজ করতে পারে না। দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালে এভাবেই সাইবার হামলা চালানো হয়েছিল। পত্রিকা দুটির দাবি চীন থেকে এ হামলা চালানো হয়েছে। - এসবিবি
ম্যাহোনি সাংবাদিকদের আরো বলেন, সাইবার হামলার ধরন বদলাচ্ছে। আগের তুলনায় আরও সূক্ষ্ম উপায়ে হ্যাকাররা হামলা চালাচ্ছেন। আফ্রিকা এবং এশিয়ার সাংবাদিকরা এখন হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। এমনকি আরব বসন্ত চলার সময় তিউনিসিয়ার সাংবাদিকদের ওপরও সাইবার হামলা চালানো হয়েছে। আর সাইবার হামলার কারণে ইথিওপিয়ার সংবাদব্যবস্থাই থমকে গিয়েছিল।