শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালোমানের স্মার্টফোন দিতে চায় ব্ল্যাকবেরি
ভালোমানের স্মার্টফোন দিতে চায় ব্ল্যাকবেরি
ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমচালিত নতুন দুই স্মার্টফোন জেড১০ ও কিউ১০ মাত্র উন্মোচন করা হয়েছে। আগামী প্রান্তিকের মধ্যে সারা বিশ্বে পাওয়া যাবে এ স্মার্টফোন। দুটি স্মার্টফোনই বেশ দামি। কিন্তু বাজার দখলের জন্য আপাতত স্বল্প মূল্যের স্মার্টফোন আনার পরিকল্পনা নেই সম্প্রতি ব্ল্যাকবেরিতে বদলে যাওয়া রিসার্চ ইন মোশনের (আরআইএম)। টেক রাডারকে দেয়া এক সাক্ষাত্কারে এ তথ্য জানান ব্ল্যাকবেরির ইউরোপ শাখার ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন বেটস।
তিনি বলেন, ‘আমরা ভালোমানের স্মার্টফোন উপহার দিতে চাই। সব বাজারেই আমরা প্রবেশ করতে চাই। কিন্তু স্বল্প মূল্যের বাজারে আপাতত আমাদের প্রবেশের কোনো ইচ্ছা নেই। অন্তত এ বছর আমরা এ ধরনের কিছু করার পরিকল্পনা করছি না। আর আমাদের ব্ল্যাকবেরি কার্ভই এ বাজারের চাহিদা মেটাতে পারবে।’
বর্তমানে স্মার্টফোনের বাজার দখলের জন্য চেষ্টা করছে ব্ল্যাকবেরি। স্মার্টফোনের বাজারের সিংহভাগই অ্যাপল ও স্যামসাংয়ের দখলে। ঘুরে দাঁড়াতে ব্ল্যাকবেরি ১০ অপারেটিংচালিত স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটি। তবে বিশ্লেষকদের ধারণা, অনেক দেরিতে নতুন কিছু এনেছে ব্ল্যাকবেরি। খুব দ্রুত এ বাজার দখল ফিরে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই প্রতিষ্ঠানটির।