সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৩, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি
১২১৪ বার পঠিত
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি

তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি । এইটা সত্যি । কিন্তু এরপর থেকে দিন দিন তোমার প্রতি আমার ভালোবাসা খালি বেড়েছেই । কমেনি একটুও ।
প্রথম যেদিন তোমাকে কলেজে দেখি, তখন আর দশটা মেয়ের দিকে তাকানোর মত করেই দেখেছিলাম । ভালোলাগা বা ভালোবাসা কোনটাই অনুভব করিনি । একই কলেজে পড়ি বলে নাকি অন্য কোন কারণে জানি না, তুমি বারবার আমার চোখের সামনে পড়ে যাচ্ছিলে । আর সেই কারণেই হয়ত তোমার দিকে ভালো করে তাকাই । আর তোমার মোহে পড়ে যাই । তখনকার সেই সময়গুলো যে কেমন ছিল বলে বোঝাতে পারবো না তোমাকে । সারাদিন তোমাকে নিয়ে চিন্তা, যে কোন মেয়ে দেখলেই ওটার মাঝে তোমাকে খোঁজার চেষ্টা, তোমার হাসিটা বারবার মনে করে আনন্দিত হওয়া ।
প্রপোজ করার আগ পর্যন্ত তোমার সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল বলেই হয়ত তুমি আমার ভালোবাসাটা এক্সেপ্ট করেছিলে । তারপর থেকে আমাকে প্রচন্ড ভাবে ভালবাসতে শুরু করেছো । এখন পর্যন্ত তোমার সেই ভালোবাসাটার কমতি না দেখে নিজেকে অনেক সুখী মনে হয় । মনে হয় তোমাকে ভালোবেসে আমি অনেক বড় একটা কাজ করেছি ।
প্রতিদিন কলেজে যাই এখন । না গেলে তো তোমাকে দেখতে পারবো না । আর না দেখলে ঐ দিনটা যে আমার মোটেই ভালো কাটবে না । অবশ্য না গেলে আবার তুমি রাগ কর, তাই যেতেই হয় । তোমাকে যতই দেখি ততই দেখতে মন চায় । তাই প্রায় সময় তোমাদের বাসার সামনে ঘোরাঘুরি করি তোমাকে দেখার জন্য । এই জন্যে তোমার বকাও শুনতে হয়েছে অনেক । কিন্তু তোমার বকাগুলা এতই মজার যে, মনে হয় আবাব্র করি ওই কাজ ।
তোমার সাথে নিয়মিত মোবাইলে কথা হয় । কোন একটা রাত মিস গেলে ঐ রাতে আর ঘুম হয় না । পরদিন আরো বেশি কথা বলে ওইটা পুষিয়ে নিতে হয় । কথা বলার সময় আমি বলার চেয়ে শুনিই বেশি । আমার কি ওই সুযোগ আছে? যা বলার সব তো তুমিই বল । তোমার ঐ কথাগুলা শুনার জন্যই দিন শেষ হয়ে রাত আসার অপেক্ষা করি ।
তোমার সাথে যখন দেখা করি, তখনও আমার কাজটা হয় চুপচাপ বসে তোমাকে দেখতে থাকা আর তোমার কথাগুলা শোনা । আমাকে তোমার নিজের দুনিয়ার সব কথা বল, আমিও শুনি । মাঝে মাঝে যখন হেসে উঠো, তখন আমার মনে হয় আমি ওই মুহূর্তেই পাগল হয়ে যাব । তুমি যখন কথার মাঝখানে মুখের উপর এসে পড়া চুলগুলোকে টেনে নিয়ে কানের পেছনে গুঁজে দাও, তখন অন্যরকম ভালো লাগে আমার । বলে বুঝাতে পারব না । মনে মনে চুলগুলোকে বলি আবার মুখের উপর এসে পড়ার জন্য । যাতে আমি ঐ দৃশ্যটা আবার দেখতে পারি ।
আমার ঘুমটা একটু বেশিই । তাই সকালে উঠতে দেরী হত আগে । কিন্তু এখন আর হয়না । তুমি তো ভোর ৬টা থেকেই আমাকে কল দেওয়া শুরু কর । যতক্ষণ আমি উঠে মোবাইল রিসিভ করে তোমাকে না জানাই যে আমি উঠেছি, ততক্ষণ পর্যন্ত তুমি কল দিতেই থাকো । কিভাবে আর ঘুমিয়ে থাকি বল?
পড়ালেখা ঠিকমত করি না বলে তুমি আমার উপর রাগ কর প্রায় সময় । সত্যি বলছি, তোমাকে তখন এতো সুন্দর লাগে যে, ইচ্ছে করে আবার নতুন করে তোমার প্রেমে পড়ি ।
আমার অনেক খারাপ লাগে, যখন দেখি তোমার মন খারাপ । তোমার মন ভালো করার জন্য আমি পাগলের মত হয়ে যাই । আর সবচেয়ে বেশি কষ্ট হয় কখন জানো? যখন তুমি কাঁদ । আমার তখন মরে যেতে ইচ্ছে হয় । আমি থাকতে যদি তোমাকে কাঁদতেই হয়, তাহলে আমি থেকে আর লাভ কি?
এই শোনো, তোমাকেই বলছি, অনেক ভালোবাসি তোমাকে, অনেক…। তোমাকে আজীবনের জন্য পাশে চাই । আর কিচ্ছু চাই না, কিচ্ছু না…।লিখেছেন- মিঠু
কাজেম আলি রোড, মাস্টার পুল, চট্টগ্রাম



২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ