সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ২৩, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি
১২৪৬ বার পঠিত
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি

তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবাসিনি । এইটা সত্যি । কিন্তু এরপর থেকে দিন দিন তোমার প্রতি আমার ভালোবাসা খালি বেড়েছেই । কমেনি একটুও ।
প্রথম যেদিন তোমাকে কলেজে দেখি, তখন আর দশটা মেয়ের দিকে তাকানোর মত করেই দেখেছিলাম । ভালোলাগা বা ভালোবাসা কোনটাই অনুভব করিনি । একই কলেজে পড়ি বলে নাকি অন্য কোন কারণে জানি না, তুমি বারবার আমার চোখের সামনে পড়ে যাচ্ছিলে । আর সেই কারণেই হয়ত তোমার দিকে ভালো করে তাকাই । আর তোমার মোহে পড়ে যাই । তখনকার সেই সময়গুলো যে কেমন ছিল বলে বোঝাতে পারবো না তোমাকে । সারাদিন তোমাকে নিয়ে চিন্তা, যে কোন মেয়ে দেখলেই ওটার মাঝে তোমাকে খোঁজার চেষ্টা, তোমার হাসিটা বারবার মনে করে আনন্দিত হওয়া ।
প্রপোজ করার আগ পর্যন্ত তোমার সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল বলেই হয়ত তুমি আমার ভালোবাসাটা এক্সেপ্ট করেছিলে । তারপর থেকে আমাকে প্রচন্ড ভাবে ভালবাসতে শুরু করেছো । এখন পর্যন্ত তোমার সেই ভালোবাসাটার কমতি না দেখে নিজেকে অনেক সুখী মনে হয় । মনে হয় তোমাকে ভালোবেসে আমি অনেক বড় একটা কাজ করেছি ।
প্রতিদিন কলেজে যাই এখন । না গেলে তো তোমাকে দেখতে পারবো না । আর না দেখলে ঐ দিনটা যে আমার মোটেই ভালো কাটবে না । অবশ্য না গেলে আবার তুমি রাগ কর, তাই যেতেই হয় । তোমাকে যতই দেখি ততই দেখতে মন চায় । তাই প্রায় সময় তোমাদের বাসার সামনে ঘোরাঘুরি করি তোমাকে দেখার জন্য । এই জন্যে তোমার বকাও শুনতে হয়েছে অনেক । কিন্তু তোমার বকাগুলা এতই মজার যে, মনে হয় আবাব্র করি ওই কাজ ।
তোমার সাথে নিয়মিত মোবাইলে কথা হয় । কোন একটা রাত মিস গেলে ঐ রাতে আর ঘুম হয় না । পরদিন আরো বেশি কথা বলে ওইটা পুষিয়ে নিতে হয় । কথা বলার সময় আমি বলার চেয়ে শুনিই বেশি । আমার কি ওই সুযোগ আছে? যা বলার সব তো তুমিই বল । তোমার ঐ কথাগুলা শুনার জন্যই দিন শেষ হয়ে রাত আসার অপেক্ষা করি ।
তোমার সাথে যখন দেখা করি, তখনও আমার কাজটা হয় চুপচাপ বসে তোমাকে দেখতে থাকা আর তোমার কথাগুলা শোনা । আমাকে তোমার নিজের দুনিয়ার সব কথা বল, আমিও শুনি । মাঝে মাঝে যখন হেসে উঠো, তখন আমার মনে হয় আমি ওই মুহূর্তেই পাগল হয়ে যাব । তুমি যখন কথার মাঝখানে মুখের উপর এসে পড়া চুলগুলোকে টেনে নিয়ে কানের পেছনে গুঁজে দাও, তখন অন্যরকম ভালো লাগে আমার । বলে বুঝাতে পারব না । মনে মনে চুলগুলোকে বলি আবার মুখের উপর এসে পড়ার জন্য । যাতে আমি ঐ দৃশ্যটা আবার দেখতে পারি ।
আমার ঘুমটা একটু বেশিই । তাই সকালে উঠতে দেরী হত আগে । কিন্তু এখন আর হয়না । তুমি তো ভোর ৬টা থেকেই আমাকে কল দেওয়া শুরু কর । যতক্ষণ আমি উঠে মোবাইল রিসিভ করে তোমাকে না জানাই যে আমি উঠেছি, ততক্ষণ পর্যন্ত তুমি কল দিতেই থাকো । কিভাবে আর ঘুমিয়ে থাকি বল?
পড়ালেখা ঠিকমত করি না বলে তুমি আমার উপর রাগ কর প্রায় সময় । সত্যি বলছি, তোমাকে তখন এতো সুন্দর লাগে যে, ইচ্ছে করে আবার নতুন করে তোমার প্রেমে পড়ি ।
আমার অনেক খারাপ লাগে, যখন দেখি তোমার মন খারাপ । তোমার মন ভালো করার জন্য আমি পাগলের মত হয়ে যাই । আর সবচেয়ে বেশি কষ্ট হয় কখন জানো? যখন তুমি কাঁদ । আমার তখন মরে যেতে ইচ্ছে হয় । আমি থাকতে যদি তোমাকে কাঁদতেই হয়, তাহলে আমি থেকে আর লাভ কি?
এই শোনো, তোমাকেই বলছি, অনেক ভালোবাসি তোমাকে, অনেক…। তোমাকে আজীবনের জন্য পাশে চাই । আর কিচ্ছু চাই না, কিচ্ছু না…।লিখেছেন- মিঠু
কাজেম আলি রোড, মাস্টার পুল, চট্টগ্রাম



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাংলাদেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস
ওয়াদা’র সাথে অনার এর অংশীদারিত্ব
বাক্কো সদস্যদের জন্য ‘গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস’ কর্মশালা অনুষ্ঠিত
‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা রোধে করনীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৬তম অন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০টি পদক পেল বাংলাদেশ
এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহন
ঢাকায় ‘আমি কি এআই কে বিশ্বাস করতে পারি?’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম
বাংলাদেশের বাজারে লেনোভো ইয়োগা ২ ইন ১ ল্যাপটপ
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো